Ajker Patrika

এক সিনেমায় তিন প্রজন্ম

এক সিনেমায় তিন প্রজন্ম

বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা টাবু, কারিনা ও কৃতি শ্যানন। তিন নায়িকাই উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। এবার এ তিনজনকে দেখা যাবে একই সিনেমায়। অনিলকন্যা রিয়া কাপুর পরিচালিত ‘দ্য ক্রু’-তে একসঙ্গে অভিনয় করবেন টাবু, কারিনা ও কৃতি শ্যানন। তিনজনই অভিনয় করেছেন বিমানসেবিকার ভূমিকায়।

বর্তমানে এয়ারলাইনস ইন্ডাস্ট্রির দুরবস্থাকেই তুলে ধরা হবে ‘দ্য ক্রু’ সিনেমায়। রিয়া বলেন, ‘টাবু ও কারিনাকে এক সিনেমায় পাওয়া স্বপ্নের মতো। আর কৃতি ভীষণ সৎ একজন মানুষ। সিনেমায় চরিত্রটার জন্য ওর মতো কাউকেই খুঁজছিলাম। আমি ভীষণ এক্সাইটেড, খানিকটা ধুকধুকানিও হচ্ছে। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

রিয়া কাপুর সর্বশেষ পরিচালনা করেছেন ‘ভিরে দি ওয়েডিং’। এ সিনেমার মতো ‘দ্য ক্রু’ সিনেমার প্রযোজনাও যৌথভাবে করছেন একতা কাপুর ও রিয়া কাপুর।

রিয়া জানিয়েছেন, এ সিনেমা ‘ভিরে দি ওয়েডিং’-এর চেয়ে সম্পূর্ণ আলাদা। রিয়ার অভিষেক সিনেমাটিতে কারিনা ছাড়াও ছিলেন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। যদিও এ সিনেমায় কারিনা ছাড়া পুরোনোদের কেউ-ই নেই। আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ‘দ্য ক্রু’-এর শুটিং। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত