Ajker Patrika

একতার ডাক দিলেন ইতালির প্রধানমন্ত্রী দ্রাঘি

রয়টার্স, রোম
আপডেট : ২১ জুলাই ২০২২, ০৯: ৫৩
একতার ডাক দিলেন ইতালির প্রধানমন্ত্রী দ্রাঘি

নিজের জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা চেয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তবে দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। এবার তাঁকে এই পদে রাখতে হলে জোটের সবাইকে এক হতে হবে বলে মন্তব্য করেছেন দ্রাঘি।

ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন সংকট উল্লেখ করে পার্লামেন্টে দ্রাঘি বলেন, ২০২৩ সালের নির্বাচনে জোটের সবাই ফের তাঁকেই জয়ী দেখতে চাইলে এখনই পাশে এসে দাঁড়াতে হবে। তবে এ আহ্বানের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ফাইভ স্টার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত