Ajker Patrika

ই-অরেঞ্জের প্রতারণা: পেমেন্ট গেটওয়ের দায় দেখছে না পুলিশ

আমানুর রহমান রনি, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৩৬
ই-অরেঞ্জের প্রতারণা: পেমেন্ট গেটওয়ের দায় দেখছে না পুলিশ

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের এক গ্রাহকের করা অর্থ আত্মসাতের মামলা থেকে প্রতিষ্ঠানটির আইটি সহযোগী ও পেমেন্ট গেটওয়েকে অব্যাহতি দিয়েছে পুলিশ। প্রতিষ্ঠান দুটি হলো এসএসএল সফটওয়্যার শপ ওয়্যারলেস ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল কমার্স। অভিযোগপত্র থেকে প্রতিষ্ঠান দুটির মালিক ও কর্মকর্তাদেরও অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী। তাঁর অভিযোগ, ই-অরেঞ্জের টাকা লুটপাটে এই দুটি প্রতিষ্ঠান জড়িত ছিল। কারণ গ্রাহক পণ্য পাওয়ার পর পেমেন্ট গেটওয়ে থেকে ই-অরেঞ্জকে টাকা দেওয়ার শর্ত থাকলেও এসএসএল কমার্স সেই শর্ত মানেনি। এই সুযোগে পণ্য না দিয়েই টাকা আত্মসাৎ করেছে ই-অরেঞ্জ। এরপর লাপাত্তা হয়েছে। তাই এই প্রতিষ্ঠান দুটি দায় এড়াতে পারে না।

ই-অরেঞ্জ থেকে প্রতারিত হয়ে ২০২০ সালের ১০ জুন রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন গালিব হাসান নামের এক ব্যক্তি। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি ই-অরেঞ্জ থেকে পণ্য নিতে টাকা দিয়েছিলেন। কিন্তু তাঁকে কোনো পণ্য ডেলিভারি না করে তারা প্রতারণা করেছে। ই-অরেঞ্জ তিনি এবং তাঁর পরিচিত আরও কয়েকজনের কাছ থেকে ৩৪ লাখ ৭২ হাজার ৮৩ টাকা হাতিয়ে নিয়েছে। এভাবে সারা দেশের গ্রাহকের কাছ থেকে ১ হাজার ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।

গালিব হাসানের করা মামলাটি প্রথমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে। পরে তদন্তভার যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর। পিবিআই তদন্ত শেষে ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে। আসামিরা হলেন পুলিশের বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক শেখ সোহেল রানা, তাঁর বোন সোনিয়া মেহজাবিন ওরফে জুঁই, মাশুকুর রহমান, আমান উল্লাহ চৌধুরী, বিথী আক্তার ও কাওছার আহমেদ। তবে মামলার এজাহারে থাকা এসএসএল সফটওয়্যার শপ ওয়্যারলেস ও এসএসএল কমার্স এবং এই দুই প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের নাম থাকলেও তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের অর্গানাইজড ক্রাইম বিভাগের এসআই জামাল উদ্দিন বলেন, ‘মামলাটি আগে তদন্ত করেছে সিআইডি। তারা মামলায় পাঁচজনকে আসামি করেছিল। বিথী নামের এক নারীর নাম বাদ পড়েছিল। কিন্তু আমাদের তদন্তে সেটি ওঠে এসেছে।’
দুই প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেন, এই অপরাধে ই-অরেঞ্জকে আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল সফটওয়্যার শপ ওয়্যারলেস ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল কমার্সের মালিক ও কর্মকর্তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাঁদের চার্জশিট থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগপত্রে বলা হয়েছে, সফটওয়্যার শপ লিমিটেড কয়েক বছর ধরে বিভিন্ন ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানকে (অনলাইন বিক্রেতা) পেমেন্ট গেটওয়ে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে ২৫ জানুয়ারি থেকে পেমেন্ট সিস্টেমস অপারেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক হতে অনুমোদনপ্রাপ্ত। তাদের কাজ হলো, আইন ও নিয়মকানুন মোতাবেক ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানকে পণ্য/সেবা ক্রয়ের বিপরীতে অর্থ পরিশোধ করা।

ক্রেতার অর্থ ডিজিটাল পদ্ধতিতে ই-কমার্স প্রতিষ্ঠানের মনোনীত ব্যাংকে পৌঁছে দেওয়াই তাদের কাজ। অন্যদিকে পণ্য বা সেবার বিষয়ে চুক্তি, পণ্যের গুণগত মান, পণ্যের ডেলিভারি-সংক্রান্ত বিষয় ও জটিলতা, পেমেন্ট ফেরত/রিফান্ড বা অন্যান্য বিষয়গুলো শুধু সংশ্লিষ্ট ক্রেতা ও ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ।

তবে মামলার বাদী গালিব হাসান বলেন, ‘আমরা প্রথম থেকে ই-অরেঞ্জকে আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল সফটওয়্যার শপ ওয়্যারলেস এবং এসএসএল কমার্সকে দায়ী করে আসছি। কারণ তাদের হাত ধরেই টাকা পেয়েছে ই-অরেঞ্জ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত