Ajker Patrika

প্রাঙ্গণেমোরের ৬ প্রদর্শনী

প্রাঙ্গণেমোরের ৬ প্রদর্শনী

চলতি মাসে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল ঢাকা ও ঢাকার বাইরে ৩টি নাটকের ৬টি প্রদর্শনী করতে যাচ্ছে। ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়  চট্টগ্রাম দামপাড়া শিল্পকলা একাডেমিতে ‘কনডেমড সেল’ ও ১০ সেপ্টেম্বর ‘হাছনজনের রাজা’ নাটক মঞ্চায়িত হবে। ১১ সেপ্টেম্বর যাত্রিক কুমিল্লার আমন্ত্রণে কুমিল্লা টাউন হলে থাকবে ‘মেজর’ নাটকের প্রদর্শনী।

১৬ সেপ্টেম্বর প্রাকৃতজনের আমন্ত্রণে বগুড়ার সাতমাথায় ‘কনডেমড সেল’ ও ২৪ সেপ্টেম্বর চাঁদপুর মেয়র নাট্যোৎসবে ‘হাছনজনের রাজা’ নাটক মঞ্চায়িত হবে। এ ছাড়া ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হবে ‘হাছনজনের রাজা’। অনন্ত হিরা রচিত ‘কনডেমড সেল’ নাটকটি নির্দেশনা নিয়েছেন আউয়াল রেজা। আর শাকুর মজিদ রচিত ‘হাছনজনের রাজা’ নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

‘কনডেমড সেল’ নাটকে ঘটনা প্রবাহ এবং সব চরিত্র কাল্পনিক। নাট্যকার অনন্ত হিরা বলেন, ‘এ নাট্যে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল করে তুলেছিল, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত