Ajker Patrika

কয়রায় হরিণের মাংসসহ আটক ১

কয়রা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ৩৯
কয়রায় হরিণের মাংসসহ আটক ১

কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ১৬ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে। তিনি হলেন কয়রা উপজেলার পাতাখালী গ্রামের মৃত বাবু মোল্লার পুত্র ইস্রাফিল (৪০)।

জানা গেছে, গত ৬ নভেম্বর রাত ১২টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন ও আংটিহারা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার প্রণজিৎ বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পাতাখালী বেড়িবাঁধের ওপর থেকে মাংসসহ তাকে আটক করা হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাংস উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুঁতে ফেলানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত