Ajker Patrika

বেতনে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন শান্ত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ১৯
বেতনে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন শান্ত

একটা সময় ক্রিকেটারদের সাধারণত চারটি শ্রেণিতে রেখে বেতনকাঠামো তৈরি করত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৬ সালেও সর্বোচ্চ ‘এ’ প্লাস শ্রেণিতে থাকা একজন ক্রিকেটার মাসে বেতন পেতেন আড়াই লাখ টাকা। ২০১৭ সালের মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা সফরের সাফল্যের ভিত্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সর্বোচ্চ শ্রেণিতে থাকা ক্রিকেটারদের মাসে বেতন দেড় লাখ বাড়িয়ে ৪ লাখ করে দেন। ২০২০ সালে সাদা ও লাল বলের ভিত্তিতে চুক্তি করে বিসিবি।

সাকিবের সমান বেতন পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি২০২১ সাল থেকে কেন্দ্রীয় চুক্তি হচ্ছে সংস্করণভেদে। তিন সংস্করণে আলাদা চুক্তির বেতনকাঠামোতে থাকছে বিশেষ অ্যাওয়ার্ডিং নীতি। সঙ্গে থাকছে ম্যাচ সংখ্যার ভিত্তিতে প্রণোদনা নীতি। আর অধিনায়ক, সহ-অধিনায়কের আলাদা প্রণোদনা তো আছেই।

লম্বা সময় তিন সংস্করণেই এ-প্লাস শ্রেণিতে থাকা সাকিব আল হাসানের দাপুটে অবস্থান বেতন কাঠামোতেও। বেতনে এ বছর তাঁকে স্পর্শ করেছেন তিন সংস্করণেই অধিনায়ক হওয়া নাজমুল হোসেন শান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

মোদি আকর্ষণীয়, পিতার মতো, কিন্তু খুব কঠিন: ট্রাম্প

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ