কক্সবাজার প্রতিনিধি
নানা ধরনের ফুল। সুভাষ ছড়িয়েছে আশপাশ। লাল, হলুদ, সাদা-হরেক রকমের ফুল দিয়ে তৈরি করা বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্র ধরে আরও তিন কিলোমিটার এলাকায় উত্তোলন করা হয়েছে লাল-সবুজের জাতীয় পতাকা। গতকাল শনিবার ব্যতিক্রম এই আয়োজন ছিল কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়ায়।
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে ২০ কিলোমিটার গেলেই উখিয়া উপজেলার সোনারপাড়া গ্রাম। সমুদ্রসৈকতের তীর ঘেঁষেই অবস্থিত এই গ্রাম। এই গ্রামের তরুণ সাইদুল ইসলাম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তিন কিলোমিটার এলাকায় জাতীয় পতাকা উত্তোলন ও একটি মানচিত্র তৈরি করে দিবসটি উদ্যাপন করেছে। এই উদ্যোগ স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও মনোযোগ আকর্ষণ করেছে।
সাইদুল ইসলাম পেশায় একজন আর্টিস্ট, ডিজাইনার এবং পেইন্ট কনসালট্যান্ট। পেশাগত কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সচেতনমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। ‘স্বাধীনতাকে শুধু শব্দে নয়, ধারণ করি মর্মে-ধর্মে এবং অস্তিত্বে’-এই স্লোগানে গতকাল সকাল ৯টা থেকে সাইদুল ইসলামের এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণির পেশার মানুষ, পর্যটক ও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘নতুন প্রজন্মের কেউ আমরা মহান মুক্তিযুদ্ধ দেখিনি। স্বাধীনতার ৫১ বছর পার করছি। পাঠ্যপুস্তক ও ইতিহাস থেকে যতটুকু পড়েছি বা জেনেছি তা মহান স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আমরা ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এই ক্ষুদ্র প্রয়াস।’
সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মকবুল হোসেন সরকার বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে সাইদুলের ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ প্রশংসনীয়। তাঁর এই সৃজনশীল কাজকে উৎসাহিত করতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়েছে।’
নানা ধরনের ফুল। সুভাষ ছড়িয়েছে আশপাশ। লাল, হলুদ, সাদা-হরেক রকমের ফুল দিয়ে তৈরি করা বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্র ধরে আরও তিন কিলোমিটার এলাকায় উত্তোলন করা হয়েছে লাল-সবুজের জাতীয় পতাকা। গতকাল শনিবার ব্যতিক্রম এই আয়োজন ছিল কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়ায়।
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে ২০ কিলোমিটার গেলেই উখিয়া উপজেলার সোনারপাড়া গ্রাম। সমুদ্রসৈকতের তীর ঘেঁষেই অবস্থিত এই গ্রাম। এই গ্রামের তরুণ সাইদুল ইসলাম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তিন কিলোমিটার এলাকায় জাতীয় পতাকা উত্তোলন ও একটি মানচিত্র তৈরি করে দিবসটি উদ্যাপন করেছে। এই উদ্যোগ স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও মনোযোগ আকর্ষণ করেছে।
সাইদুল ইসলাম পেশায় একজন আর্টিস্ট, ডিজাইনার এবং পেইন্ট কনসালট্যান্ট। পেশাগত কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সচেতনমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। ‘স্বাধীনতাকে শুধু শব্দে নয়, ধারণ করি মর্মে-ধর্মে এবং অস্তিত্বে’-এই স্লোগানে গতকাল সকাল ৯টা থেকে সাইদুল ইসলামের এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণির পেশার মানুষ, পর্যটক ও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘নতুন প্রজন্মের কেউ আমরা মহান মুক্তিযুদ্ধ দেখিনি। স্বাধীনতার ৫১ বছর পার করছি। পাঠ্যপুস্তক ও ইতিহাস থেকে যতটুকু পড়েছি বা জেনেছি তা মহান স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আমরা ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এই ক্ষুদ্র প্রয়াস।’
সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মকবুল হোসেন সরকার বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে সাইদুলের ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ প্রশংসনীয়। তাঁর এই সৃজনশীল কাজকে উৎসাহিত করতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়েছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪