Ajker Patrika

মানববন্ধনে নিরাপদ সড়কের দাবি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ৪২
মানববন্ধনে নিরাপদ সড়কের দাবি

কাউখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কাউখালী উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। সম্প্রতি কাউখালীতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সড়কের দাবিতে এ কর্মসূচির আয়োজন করেন কাউখালী উন্নয়ন পরিষদ।

‘পথ চলা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে যেন হয় শান্তির’ এই নিশ্চয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানান পেশার মানুষ। উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কর, আয়োজক আব্দুল লতিফ খসরুসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, লক্কড় ঝক্কর মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে, লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে গাড়ি চলতে দেওয়া যাবে না, কিশোরদের গাড়ি চালানো বন্ধ করতে হবে, বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে হবে, ট্রাফিক আইন মানতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, নেশাখোরদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া বন্ধ করতে হবে, রাস্তায় অবৈধ মালামাল রাখা এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং করা বন্ধ করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যাত্রীদের সঙ্গে অসদাচরণ বন্ধ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত