Ajker Patrika

তজুমদ্দিনের তিন চরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ৫২
তজুমদ্দিনের তিন চরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

ভোলার তজুমদ্দিন উপজেলায় তিনটি চরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গত বুধবার ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে চর মোজ্জাম্মেলের শাওন বাজারে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন। প্রায় ৩০ হাজার মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এতে চরাঞ্চলের বাসিন্দারা কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যে পরিবর্তন ঘটাবে বলে আশা চরের বাসিন্দাদের।

প্রধান অতিথির বক্তব্য সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। তা বাস্তবায়নের অংশ হিসেবে চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে চরবাসীর শিক্ষা-যোগাযোগসহ জীবনমানের উন্নয়ন করা হবে।’

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন জানান, তজুমদ্দিন চৌমহনী ঘাট সংলগ্ন বালিয়াকান্দি রাস্তার মাথা থেকে চর লাদেন পর্যন্ত মেঘনা নদীর তলদেশ দিয়ে ৩৮ কিলোমিটার। এই দীর্ঘ পথ ৪টি সাবমেরিন কেবলের মাধ্যমে চর মোজাম্মেল, চর শাওন, চর জহিরউদ্দিনসহ ৫টি চরে বিদ্যুৎ লাইন আনা হয়েছে। আর তিনটি চরে ৩২২ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়েছে। বর্তমানে ১ হাজার ৭শ ৩৫ পরিবার সংযোগ পেয়েছে। পর্যায়ক্রমে ৮ হাজার ৬শ পরিবার এই সুবিধার আওতায় আসবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সহকারী জেনারেল ম্যানেজার মো. ইয়াসিন মাহমুদ, ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ কিরণ, আবু তাহের মিয়া, মো. রাসেল মিয়া, মো. নূরনবী সিকদার প্রমুখ।

এ দিকে দীর্ঘ প্রতীক্ষা শেষে বিদ্যুৎ পেয়ে খুশি এসব চরের বাসিন্দারা। নিজাম মাল ও মনির হোসেন বলেন, চরে ১০ বছর হয়েছে বসবাস করছি। আমরা কখনো ভাবতে পারিনি চরে বিদ্যুৎ আসবে। ফ্যানের বাতাস খামু, বিদ্যুতের আলো আমাদের ঘরে আসবে। এটা ছিল আমাদের স্বপ্ন। সে স্বপ্ন সত্য হলো। এতে চরবাসী খুশি। বিদ্যুৎ সংযোগ পাওয়ায় ব্যবসা-বাণিজ্য বাড়বে।’’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত