Ajker Patrika

দক্ষিণখানে রেস্টুরেন্টে বিস্ফোরণে দগ্ধ ২

উত্তরা ও ঢামেক প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৩৩
দক্ষিণখানে রেস্টুরেন্টে বিস্ফোরণে দগ্ধ  ২

দক্ষিণখানের আশকোনায় একটি থাই রেস্টুরেন্টে বিস্ফোরণে দুই পরিচ্ছন্নতাকর্মী দগ্ধ হয়েছেন। এ ছাড়া আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে আশকোনার কমর উদ্দিন টাওয়ারের দ্বিতীয় তলায় ব্লু বার্ড নামে রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. ফয়সাল ও আব্দুল কাইয়ুম। আহতদের মধ্যে ফয়সালের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বরগুন্নি এলাকায়। আর কাইয়ুমের বাড়ি পিরোজপুরে।

ব্লু বার্ড থাই রেস্টুরেন্টের ম্যানেজার দীপু বলেন, রেস্টুরেন্টে সকালে কর্মচারীরা কাজ করার জন্য যায়। তখন হঠাৎ করে রেস্টুরেন্টের দুটি এসিতে বিস্ফোরণ ঘটে। এতে পুরো রেস্টুরেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢামেক হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, বিস্ফোরণে দগ্ধ দুজনের মধ্যে ফয়সালের ২৮ শতাংশ এবং কাইয়ুমের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে। কাইয়ুমের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

দগ্ধ ফয়সাল জানান, সকালে তাঁরা দুজন রেস্টুরেন্ট পরিষ্কার করার জন্য ভেতরে ঢোকেন। এর কয়েক মিনিট পর বিকট শব্দে বিস্ফোরণ হতে থাকে। এবং তাঁদের শরীরে আগুন লেগে যায়। পরে দৌড়ে বাইরে বের হন। কী থেকে এই বিস্ফোরণ হয়েছে, তা কিছুই টের পাননি তাঁরা।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গ্যাসলাইন থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অপরদিকে দক্ষিণখান থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান বলেন, গ্যাসলাইন অথবা এসি থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে এসি বিস্ফোরণের প্রমাণ পাওয়া গেছে।

দক্ষিণখান জোনের সহকারী কমিশনার (এসি) বিপ্লব কুমার গোস্বামী বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত