আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পাহানপাড়া মহল্লার বাসিন্দা শাবলু পাহান (৩৫)। গোয়ালঘরে লাগা আগুন থেকে গরু বের করার সময় তাঁর শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। বর্তমানে ভর্তি আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে টাকার অভাবে তাঁর উন্নত চিকিৎসা বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাহানপাড়া মহল্লায় আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাবলু পাহান দিনমজুরের কাজ করে সংসার চলাতেন। তাঁর বড় মেয়ে শ্রাবন্তী পাহান (১২), আর ছোট মেয়ে সুমান পাহান (২)। কয়েক দিন আগে ছোট মেয়ের এক পা আগুনে পুড়ে যায়। শাবলু পাহানের সম্বল বলতে তাঁর ছিল অন্যের পালন করা চারটি গরু। এর মধ্যে দুটি গাভি আর দুটি বাছুর। গত বৃহস্পতিবার গোয়ালঘরে আগুন লেগে দুটি বাছুর পুড়ে মারা যায়। আগুনে একটি গাভির শরীরে অধিকাংশ পুড়ে গেছে। সকালে সেটি জবাই করা হয়েছে। আর একটি গাভি অক্ষত রয়েছে। গোয়ালঘর থেকে গরু বের করে আনায় সময় শাবলু পাহানের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
শাবলুর মা মহুরি পাহান বলেন, ‘আমরা গরিব মানুষ, টাকার অভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারছি না। সরকারিভাবেও কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি।’
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই বাড়ির গোয়ালঘরে লাগা আগুনের সূত্রপাত ছিল শর্টসার্কিট থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রুহুল আমিন বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির এই মুহূর্তে উন্নত চিকিৎসার প্রয়োজন। তাঁর শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে গেছে। আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি, স্বজনদের জানানো হয়েছে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন এখন।’
আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। তবে ঘটনাটি শুনেই স্থানীয় ওই ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ দিয়েছি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে। আমি আক্কেলপুরে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করব।’
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পাহানপাড়া মহল্লার বাসিন্দা শাবলু পাহান (৩৫)। গোয়ালঘরে লাগা আগুন থেকে গরু বের করার সময় তাঁর শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। বর্তমানে ভর্তি আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে টাকার অভাবে তাঁর উন্নত চিকিৎসা বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাহানপাড়া মহল্লায় আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাবলু পাহান দিনমজুরের কাজ করে সংসার চলাতেন। তাঁর বড় মেয়ে শ্রাবন্তী পাহান (১২), আর ছোট মেয়ে সুমান পাহান (২)। কয়েক দিন আগে ছোট মেয়ের এক পা আগুনে পুড়ে যায়। শাবলু পাহানের সম্বল বলতে তাঁর ছিল অন্যের পালন করা চারটি গরু। এর মধ্যে দুটি গাভি আর দুটি বাছুর। গত বৃহস্পতিবার গোয়ালঘরে আগুন লেগে দুটি বাছুর পুড়ে মারা যায়। আগুনে একটি গাভির শরীরে অধিকাংশ পুড়ে গেছে। সকালে সেটি জবাই করা হয়েছে। আর একটি গাভি অক্ষত রয়েছে। গোয়ালঘর থেকে গরু বের করে আনায় সময় শাবলু পাহানের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
শাবলুর মা মহুরি পাহান বলেন, ‘আমরা গরিব মানুষ, টাকার অভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারছি না। সরকারিভাবেও কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি।’
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই বাড়ির গোয়ালঘরে লাগা আগুনের সূত্রপাত ছিল শর্টসার্কিট থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রুহুল আমিন বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির এই মুহূর্তে উন্নত চিকিৎসার প্রয়োজন। তাঁর শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে গেছে। আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি, স্বজনদের জানানো হয়েছে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন এখন।’
আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। তবে ঘটনাটি শুনেই স্থানীয় ওই ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ দিয়েছি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে। আমি আক্কেলপুরে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫