Ajker Patrika

নকল আইডি কার্ড দিয়ে নৌকার মাঝি

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৩: ৪৪
নকল আইডি কার্ড   দিয়ে নৌকার মাঝি

আসন্ন সাতক্ষীরা ইউপি নির্বাচনে ভোটার আইডি কার্ড নকল করার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। ওই কার্ড ব্যবহার করে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন। তিনি বাঁশদহা ইউনিয়নের পাঁচরখি গ্রামের মফিজুর রহমান।

বাঁশদহা ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, মফিজুর রহমান ছাত্রজীবনে ঝিনাইদহে পড়াশোনা করতেন। সে সময়ে তিনি সেখানের ভোটার হন। পড়াশোনা শেষে সাতক্ষীরায় ফিরে আসলেও নিজ এলাকায় ভোটার হননি। অথচ ভোটার আইডি কার্ড নকল করে তিনি নৌকা প্রতীকের জন্য আবেদন করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, মফিজুল ইসলামের বাড়ি বাঁশদহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচরখি গ্রামে। ওই গ্রামের মোট ভোটার ১৩৪৪ জন। এদের মধ্যে ৬৭৭ জন পুরুষ ভোটার। কিন্তু ৬৭৭ জনের মধ্যে তাঁর নাম নেই।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। প্রার্থী যে ইউনিয়নের ভোটে অংশগ্রহণ করবেন সেখানকার ভোটার না হলে তিনি কোনো ভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে নির্বাচন কমিশনে আবেদন করার পর যদি নির্বাচন কমিশন অনুমোদন দেন তাহলে পারবেন। আমি শুনেছি, তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন অনুমোদন গ্রহণের জন্য।’

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছি।’ তবে তিনি একটি মিটিংয়ে আছেন, এমন অজুহাতে দ্রুত ফোন কেটে দেন।

নির্বাচন অফিসের একটি সূত্র জানিয়েছে, মফিজুল ইসলাম বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘চিটাংঅর মইদ্যে সরোয়াইজ্জা মরিব’— ফোনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের চেলা রায়হানের হুমকি

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: জামায়াত নেতা তাহের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং, স্থান পানের বরজ

অনশনরত আমজনতার তারেকের প্রতি সংহতি জানাল বিএনপি

এলাকার খবর
Loading...