Ajker Patrika

দক্ষিণ আফ্রিকা ফেরত ৬ জন কোয়ারেন্টিনে

মধুপুর প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৬
Thumbnail image

তিন উপজেলায় দক্ষিণ আফ্রিকা থেকে আসা ছয়জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। গত বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার থেকে তাঁদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এর মধ্যে মির্জাপুর উপজেলার তিনজন, বাসাইলের দুজন ও কালিহাতীর একজন রয়েছেন। তাঁদের সবাই গত মাসে দেশে ফিরেছেন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, দক্ষিণ আফ্রিকা থেকে আসা ছয়জনের ঠিকানা খুঁজে বের করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিভিল সার্জনের উদ্যোগে তাঁদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। ১৪ দিন পর তাঁদের করোনা পরীক্ষা করে নেগেটিভ এলে ছাড়পত্র দেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই ধরনের নাম দিয়েছে ‘ওমিক্রন’। বলা হচ্ছে, করোনার নতুন এ ধরনটি আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক হতে পারে। এর স্পাইক প্রোটিন মূল করোনাভাইরাসের স্পাইক প্রোটিন থেকে ভিন্ন হওয়ায় এই ধরন প্রতিরোধে এখন পর্যন্ত উদ্ভাবিত টিকাগুলো কার্যকর না-ও হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত