রাজশাহী প্রতিনিধি
বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতে না চাওয়ায় বাড়ি থেকে তুলে আনতে এক গৃহপরিচারিকার বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে পুলিশের ট্রাফিক বিভাগের এক সার্জেন্টের বিরুদ্ধে।
এ নিয়ে ভুক্তভোগী ওই নারী গতকাল শুক্রবার সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওই নারীর নাম সাজেদা খাতুন। তিনি নগরীর শিরোইল এলাকায় ভাড়া থাকেন।
তবে অভিযুক্ত ব্যক্তি হলেন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদ রানা। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।
গৃহকর্মী সাজেদা বলেন, তিনি কয়েকটি বাড়িতে কাজ করে সংসার চালান। এর মধ্যে সার্জেন্ট রানার স্ত্রীর নানির বাড়িতেও কাজ করেন। সম্প্রতি রানার স্ত্রী সুমি খাতুন সন্তান প্রসব করেন। তাই সুমির নানি তাঁকে নাতনির বাড়িতে কয়েক দিন কাজ করতে পাঠান। তিনি সার্জেন্ট রানার বাড়িতে কাজ করার সময় পাচ্ছিলেন না। গত মঙ্গলবার সে কথা জানিয়ে দেন তিনি। তখন সার্জেন্ট রানা তাঁকে হুমকি দিয়ে বলেন, কাজে না এলে তাঁর নামে মিথ্যা মামলা করা হবে। তবুও পরদিন থেকে কাজে যাওয়া বন্ধ করে দেন তিনি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় সার্জেন্ট মাহমুদ রানা চারজন কনস্টেবলকে নিয়ে তাঁর বাড়ি যান। তিনি তখন অন্য এক বাড়িতে কাজে গিয়েছিলেন।
এলাকাবাসী বলেন, সাদাপোশাকে আসা সার্জেন্ট মাহমুদ রানা আশপাশের লোকজনদের সাজেদার নামে বাড়ির গয়না ও টাকা চুরির অভিযোগ করে গেছেন।
সাজেদা আরও বলেন, বাড়িতে পুলিশ যাওয়ায় শুক্রবার সকালে তিনি নিজেই বোয়ালিয়া থানায় যান। তাঁর বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ হয়েছে কি না খোঁজ নেন। তখন জানতে পারেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ নেই। সার্জেন্ট রানা তাঁকে তুলে আনতে গিয়েছিলেন। ভয়ভীতি প্রদর্শন ও চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় তিনিই সার্জেন্টের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়া গেছে কি না জানতে চাইলে বোয়ালিয়া থানার কর্তব্যরত অফিসার কোনো মন্তব্য না করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ওসি নিবারন চন্দ্র বর্মন ফোন ধরেননি। সার্জেন্ট রানার মোবাইলে কল করা হলে তিনি ধরেননি। পরে আরেকবার ফোন করলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাই কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বান চাকমা জানান, আরএমপির সদর দপ্তর থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরাও এ বিষয়ে তদন্ত করবেন।
বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতে না চাওয়ায় বাড়ি থেকে তুলে আনতে এক গৃহপরিচারিকার বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে পুলিশের ট্রাফিক বিভাগের এক সার্জেন্টের বিরুদ্ধে।
এ নিয়ে ভুক্তভোগী ওই নারী গতকাল শুক্রবার সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওই নারীর নাম সাজেদা খাতুন। তিনি নগরীর শিরোইল এলাকায় ভাড়া থাকেন।
তবে অভিযুক্ত ব্যক্তি হলেন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদ রানা। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।
গৃহকর্মী সাজেদা বলেন, তিনি কয়েকটি বাড়িতে কাজ করে সংসার চালান। এর মধ্যে সার্জেন্ট রানার স্ত্রীর নানির বাড়িতেও কাজ করেন। সম্প্রতি রানার স্ত্রী সুমি খাতুন সন্তান প্রসব করেন। তাই সুমির নানি তাঁকে নাতনির বাড়িতে কয়েক দিন কাজ করতে পাঠান। তিনি সার্জেন্ট রানার বাড়িতে কাজ করার সময় পাচ্ছিলেন না। গত মঙ্গলবার সে কথা জানিয়ে দেন তিনি। তখন সার্জেন্ট রানা তাঁকে হুমকি দিয়ে বলেন, কাজে না এলে তাঁর নামে মিথ্যা মামলা করা হবে। তবুও পরদিন থেকে কাজে যাওয়া বন্ধ করে দেন তিনি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় সার্জেন্ট মাহমুদ রানা চারজন কনস্টেবলকে নিয়ে তাঁর বাড়ি যান। তিনি তখন অন্য এক বাড়িতে কাজে গিয়েছিলেন।
এলাকাবাসী বলেন, সাদাপোশাকে আসা সার্জেন্ট মাহমুদ রানা আশপাশের লোকজনদের সাজেদার নামে বাড়ির গয়না ও টাকা চুরির অভিযোগ করে গেছেন।
সাজেদা আরও বলেন, বাড়িতে পুলিশ যাওয়ায় শুক্রবার সকালে তিনি নিজেই বোয়ালিয়া থানায় যান। তাঁর বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ হয়েছে কি না খোঁজ নেন। তখন জানতে পারেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ নেই। সার্জেন্ট রানা তাঁকে তুলে আনতে গিয়েছিলেন। ভয়ভীতি প্রদর্শন ও চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় তিনিই সার্জেন্টের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়া গেছে কি না জানতে চাইলে বোয়ালিয়া থানার কর্তব্যরত অফিসার কোনো মন্তব্য না করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ওসি নিবারন চন্দ্র বর্মন ফোন ধরেননি। সার্জেন্ট রানার মোবাইলে কল করা হলে তিনি ধরেননি। পরে আরেকবার ফোন করলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাই কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বান চাকমা জানান, আরএমপির সদর দপ্তর থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরাও এ বিষয়ে তদন্ত করবেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫