Ajker Patrika

কাজ করতে না চাওয়ায় গৃহকর্মীর বাড়িতে পুলিশ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩: ০১
কাজ করতে না চাওয়ায় গৃহকর্মীর বাড়িতে পুলিশ

বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতে না চাওয়ায় বাড়ি থেকে তুলে আনতে এক গৃহপরিচারিকার বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে পুলিশের ট্রাফিক বিভাগের এক সার্জেন্টের বিরুদ্ধে।

এ নিয়ে ভুক্তভোগী ওই নারী গতকাল শুক্রবার সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওই নারীর নাম সাজেদা খাতুন। তিনি নগরীর শিরোইল এলাকায় ভাড়া থাকেন।

তবে অভিযুক্ত ব্যক্তি হলেন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদ রানা। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।

গৃহকর্মী সাজেদা বলেন, তিনি কয়েকটি বাড়িতে কাজ করে সংসার চালান। এর মধ্যে সার্জেন্ট রানার স্ত্রীর নানির বাড়িতেও কাজ করেন। সম্প্রতি রানার স্ত্রী সুমি খাতুন সন্তান প্রসব করেন। তাই সুমির নানি তাঁকে নাতনির বাড়িতে কয়েক দিন কাজ করতে পাঠান। তিনি সার্জেন্ট রানার বাড়িতে কাজ করার সময় পাচ্ছিলেন না। গত মঙ্গলবার সে কথা জানিয়ে দেন তিনি। তখন সার্জেন্ট রানা তাঁকে হুমকি দিয়ে বলেন, কাজে না এলে তাঁর নামে মিথ্যা মামলা করা হবে। তবুও পরদিন থেকে কাজে যাওয়া বন্ধ করে দেন তিনি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় সার্জেন্ট মাহমুদ রানা চারজন কনস্টেবলকে নিয়ে তাঁর বাড়ি যান। তিনি তখন অন্য এক বাড়িতে কাজে গিয়েছিলেন।

এলাকাবাসী বলেন, সাদাপোশাকে আসা সার্জেন্ট মাহমুদ রানা আশপাশের লোকজনদের সাজেদার নামে বাড়ির গয়না ও টাকা চুরির অভিযোগ করে গেছেন।

সাজেদা আরও বলেন, বাড়িতে পুলিশ যাওয়ায় শুক্রবার সকালে তিনি নিজেই বোয়ালিয়া থানায় যান। তাঁর বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ হয়েছে কি না খোঁজ নেন। তখন জানতে পারেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ নেই। সার্জেন্ট রানা তাঁকে তুলে আনতে গিয়েছিলেন। ভয়ভীতি প্রদর্শন ও চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় তিনিই সার্জেন্টের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়া গেছে কি না জানতে চাইলে বোয়ালিয়া থানার কর্তব্যরত অফিসার কোনো মন্তব্য না করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ওসি নিবারন চন্দ্র বর্মন ফোন ধরেননি। সার্জেন্ট রানার মোবাইলে কল করা হলে তিনি ধরেননি। পরে আরেকবার ফোন করলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাই কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বান চাকমা জানান, আরএমপির সদর দপ্তর থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরাও এ বিষয়ে তদন্ত করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত