Ajker Patrika

তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫: ২৮
Thumbnail image

উজানে টানা বৃষ্টির ফলে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবা ব্যারাজের মুখ খুলে দেওয়ায় তিস্তায় হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্যারাজ পানি ধরে রাখতে না পারায় গত বুধবার বেলা ২টা থেকে নদীতে পানি বাড়তে থাকে। ইতিমধ্যে গঙ্গাচড়ায় চরের ধান, মরিচ, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, বাদাম, ভুট্টাসহ বিভিন্ন ফসলের প্রায় ৩০০ একর খেত তলিয়ে গেছে।

প্রাকৃতিক এমন দুর্যোগে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। তাঁরা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

তিস্তাচরের বাদামচাষি আজিজুল জানান, তিনি পৌনে তিন একর জমিতে বাদাম চাষ করেছেন। গত মঙ্গলবারও খেতে নিড়ানি দিয়েছেন। কিন্তু বুধবার দুপুরে হঠাৎ তিস্তায় পানি এসে দুই একর খেত তলিয়ে গেছে।

আজিজুল বলেন, ‘দুশ্চিন্তায় আছি, কী যে হবে ফসলের। আমরা বারবার তিস্তার তিস্তার কাছে হেরে যাচ্ছি।’

বুধবার বিকেলে কথা হয় পশ্চিমশ্রী গ্রামের হাবিবুর মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘চরের দেড় একর জমিতে বোরো ধান লাগিয়ে ছিলাম। আজকে হঠাৎ দুপুরে পানি আসায় সব গাছ তলিয়ে গেছে। আবাদ নিয়ে টেনশনে আছি। এত চাপ আর ভালো লাগে না। সরকার কবে তিস্তা নদীর ব্যবস্থা নিবে? তত দিনে কি আমরা না খেয়ে মরে যাব? সরকার কি আমাদের নিয়ে একটুও ভাবে না?’

নদীর চরে দুই একর জমিতে ১ লাখ টাকা খরচ করে মিষ্টি কুমড়া চাষ করা ছালাপাক গ্রামের চাষি শরিফুল ইসলাম বলেন, ‘দুবার মিষ্টি কুমড়া তুলে বিক্রি করে ৫০ হাজার টাকা পেয়েছি। এখন হঠাৎ তিস্তায় পানি এসে পুরো খেত তলিয়ে গেছে। বাকি কুমড়া খেত থেকে তোলা হবে বলে মনে হয় না। এবার আমাদের মতো কৃষকের জন্য কবর হয়ে গেল।’

তলিয়ে যাওয়া খেত থেকে পেঁয়াজ সংগ্রহ করা মহিপুর গ্রামের সহিদার রহমান জানান, আরও কয়েক দিন গেলে পেঁয়াজগুলো ভালো করে পুষ্ট হতো। এখন অপরিপক্ব অবস্থায় পানির নিচ থেকে পেঁয়াজ সংগ্রহ করতে হচ্ছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, তিস্তার উজানে অব্যাহত ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানি কমে যাচ্ছে।

ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। দু-এক দিনের মধ্যে পানি নেমে যাবে। তাই ক্ষতির আশঙ্কা কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত