Ajker Patrika

টিউবওয়েল থেকে বের হওয়া গ্যাসে পাঁচজন অগ্নিদগ্ধ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১: ৪৫
টিউবওয়েল থেকে বের হওয়া গ্যাসে পাঁচজন অগ্নিদগ্ধ

সুনামগঞ্জের জামালগঞ্জে একটি টিউবওয়েল বসানোর স্থান থেকে ওঠা গ্যাস থেকে আগুন লেগে পাঁচজন আহতের খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের শনির হাওর পারের বড় টেক নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ জানান, শনির হাওরের বড় টেক নামক এলাকায় শত শত কৃষক ধান রোপণ করেন। গ্রাম থেকে বেশ দূরে হওয়ায় সেখানে প্রতি বছরই এই মৌসুমে সুপেয় পানির সংকটে থাকে। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের বাজেট থেকে একটি টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদার গত তিন দিন ধরে কাজ করেন। শেষ পর্যায়ে এসে বুঝতে পারেন এখান থেকে গ্যাস বের হচ্ছে।

সারা দিন কাজ শেষ করে হাওরের মাঝে টিউবওয়েলের পাশেই অস্থায়ী ডেরায় সেদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন শ্রমিকেরা। ঘটনাক্রমে গভীর রাতে ওই গ্যাসের সঙ্গে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যেই টিউবওয়েলের পাশে থাকা পাঁচ নির্মাণশ্রমিকের দেহ ঝলসে যায়।

আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এতে উপজেলা পরিষদ ও প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন। এ সময় হাওর এলাকার অন্য কৃষকেরাও উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যাবে মূলত কী কারণে এমনটা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত