Ajker Patrika

বিনা মূল্যে বীজ ও সার পেলেন ৯১০ কৃষক

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ৫১
বিনা মূল্যে বীজ ও সার পেলেন ৯১০ কৃষক

দেবিদ্বারে ৯১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বিতরণ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদের সদস্য মোসা. শিরিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল কৃষকদের উদ্দেশে বলেন, ‘ফসল উৎপাদনে আপনাদের আরও দক্ষ হতে হবে। উৎপাদন খরচ কমিয়ে কীভাবে বেশি ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ নেবেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুসর ও খেসারির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৩ হাজার ৪৬০ কেজি সার ও ১৬ হাজার ৩০০ কেজি বীজ বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত