Ajker Patrika

শেষ হচ্ছে জননী জন্মভূমি

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৯: ০০
শেষ হচ্ছে জননী জন্মভূমি

অটোমান সাম্রাজ্যের শেষ বছর ও তুরস্কের স্বাধীনতাযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক ‘উন্ডেড লাভ’। ২০১৯ সাল থেকে জনপ্রিয় এ সিরিজ বাংলা ভাষায় প্রচার করছে দীপ্ত টিভি। বাংলায় এর নাম দেওয়া হয়েছে ‘জননী জন্মভূমি’। দুই বছরেরও বেশি সময় ধরে প্রচারে থাকার পর অবশেষে শেষ হচ্ছে সিরিজটি। আগামীকাল রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘জননী জন্মভূমি’র শেষ পর্ব।

শেষ পর্বে দেখা যাবে, এবার দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার পরিকল্পনা নিয়েছে জেভদেত। স্ত্রী আজিজে ও সে গ্রিক কমান্ডার ফিলিপোসের হাতে বন্দি। কমান্ডার ফিলিপোস জেভদেতের মুখ থেকে তুর্কিদের পরিকল্পনা ও জেভদেতের কাছে পাওয়া চিরকুটে কী লেখা সেটা জানার জন্য তার ওপর অমানবিক নির্যাতন চালায়। কিন্তু কিছুতেই মুখ খুলছে না জেভদেত।

একপর্যায়ে জেভদেতের মুখ থেকে তথ্য বের করার জন্য তার চোখের সামনেই আজিজের ওপর নির্মম ও পৈশাচিক নির্যাতন চালায় কমান্ডার ফিলিপোস। এ নির্যাতন সহ্য করতে না পেরে তুর্কিদের পরিকল্পনা সম্পর্কে কমান্ডার ফিলিপোসের কাছে সব তথ্য ফাঁস করে দেয় জেভদেত। হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। কিন্তু কমান্ডার ফিলিপোস তুর্কিদের সব পরিকল্পনা জানার পরও সাকারিয়ার ময়দানে তুর্কিদের কাছে নিরঙ্কুশভাবে পরাজয় বরণ করে গ্রিকরা।

‘জননী জন্মভূমি’ সিরিজে বাংলায় কণ্ঠ দিয়েছেন দীপক সুমন (জেভদেত), রুবাইয়া মতিন গীতি (আজিজে), সাঈদ সুমন (তেভফিক), নাহিদ আখতার ইমু (হিলাল), মশিউর রহমান দিপু (লিয়ন), তানিয়া পাটোয়ারী (ইলদিজ), জয়িতা মহলানবীশ (হাসিবে), জয়শ্রী মজুমদার লতা (সেহের)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত