Ajker Patrika

সবাইকে টপকে শীর্ষে সূর্য-দীপা

বিনোদন ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৩: ০১
সবাইকে টপকে শীর্ষে সূর্য-দীপা

রূপ নাকি গুণ—কী দিয়ে যায় মনের মানুষ চেনা? এ প্রশ্ন মাথায় রেখে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’। স্টার জলসার এ ধারাবাহিক আর এক মাস বাদেই পথচলার এক বছর পূর্ণ করবে। এ পর্যন্ত প্রচার হয়েছে ২৪০টি পর্ব। এই দীর্ঘ সময়ে একাধিকবার সিরিয়ালটি বন্ধ হওয়ার গুঞ্জন রটেছে। নতুন টুইস্ট নিয়ে আবারও দর্শকদের মন জয়ের চেষ্টা করেছেন নির্মাতারা। তার ফলও মিলেছে। নতুন বছরে টিআরপি তালিকায় আবারও শীর্ষস্থান দখল করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।

এই সিরিয়ালে গল্পের নায়ক সূর্য। পেশায় চিকিৎসক। সাধারণ মানুষের জন্য তাঁর অনেক দরদ। সূর্যের মায়ের ইচ্ছা, জগতের সেরা সুন্দরীকে ছেলের বউ করে আনার। এ জন্য বিভিন্ন মারফতে খোঁজখবর শুরু করেন তিনি। অনেক যাচাই-বাছাই শেষে ঊর্মিকে পছন্দ হয় তাঁর। কিন্তু ছেলে সূর্য রূপের চেয়ে গুণকেই অগ্রাধিকার দেয়। ঊর্মির চেয়ে দীপাকেই তাই বেশি ভালো লাগে সূর্যের। এভাবেই শুরু হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’র গল্প।

সময় অনেক এগিয়েছে। নতুন সংসারে দীপাকে অনেক রকমের ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়েছিল তাঁকে। তবে সবই এখন অতীত। সূর্যের সঙ্গে এখন তাঁর সুখের সংসার হলেও দীপার জীবন থেকে দুঃখ একেবারেই মুছে যায়নি।

যে আঙ্গিকে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প শুরু হয়েছিল, যাত্রাপথে তা অনেকটাই পাল্টেছে। কঠিন শাশুড়ির মোড়কে তৈরি হয়েছিল লাবণ্য সেনগুপ্তের চরিত্রটি; কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছেন তিনি। এ চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন রূপাঞ্জনা মিত্র। সূর্যের চরিত্রে আছেন দিব্যজ্যোতি দত্ত আর স্বস্তিকা ঘোষ অভিনয় করছেন দীপা চরিত্রে। এর আগে ‘দেশের মাটি’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন দিব্যজ্যোতি। আর স্বস্তিকাকে দেখা গেছে ‘দত্ত অ্যান্ড বৌমা’ ও ‘সরস্বতীর প্রেম’সহ বেশ কিছু সিরিয়ালে। ‘অনুরাগের ছোঁয়া’য় ঊর্মি চরিত্রটিও খুব গুরুত্বপূর্ণ। সৌমিলী চক্রবর্তী আছেন এ চরিত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত