Ajker Patrika

ফেনী পাইলট হাইস্কুল মাঠে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনী পাইলট হাইস্কুল মাঠে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

হানিফ সংকেতের পরিচালনায় ও উপস্থাপনায় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব রেকর্ডিং করা হবে ফেনী পাইলট হাইস্কুলের মাঠে। ৩০ ডিসেম্বর বিটিভিতে ইত্যাদি প্রচারের জন্য ফেনী জেলার সব দর্শনীয় স্থান, ইতিহাস এবং গৌরবোজ্জ্বল ও দর্শনীয় স্থানগুলো ধারণ করা হয়েছে।

ইত্যাদির সহকারী পরিচালক মো. মামুন জানান, আজ শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ধারণ করা হবে এবারের ইত্যাদির কিছু অংশ। এই মাঠ ঘিরে রয়েছে মহান মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। অনুষ্ঠানে মঞ্চের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হবে দক্ষিণ-পূর্ব বাংলার ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজের পুরোনো ভবন। শুধু বড় হরফে লেখা থাকবে ইত্যাদি।

জানা যায়, ইত্যাদির কয়েকটি অংশ ধারণ করা নিয়ে স্কুলমাঠে চলছে পুরোদমে প্রস্তুতি। ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সাজানো হয়েছে।

এগুলোর মধ্যে ফেনীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা এবং ঢাকার শিল্পীদের কণ্ঠে গাওয়া একটি গানের তালে তালে নৃত্য পরিবেশন করবেন জেলার ৬৫ জন নৃত্যশিল্পী।

এ খবরে জেলা শহরসহ আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ইত্যাদি ধারণ অনুষ্ঠানের খবরটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠানের জন্য ধারণ করা স্থান পরিদর্শনে যান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইত্যাদির পরিচালক হানিফ সংকেত বলেন, গতানুগতিক অনুষ্ঠানে বাইরে গিয়ে দেশের বিভিন্ন স্থানে ইত্যাদির মঞ্চায়ন করা হয়। সেই হিসেবে ফেনী সরকারি পাইলট স্কুলমাঠ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, মঞ্চস্থলের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে এখন আইসিসিকে দুষছে পাকিস্তান

এলাকার খবর
Loading...