Ajker Patrika

বিরোধপূর্ণ জমিতে পান তোলার চেষ্টা, ফাঁকা গুলি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ৪৫
বিরোধপূর্ণ জমিতে পান তোলার চেষ্টা, ফাঁকা গুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় বিরোধপূর্ণ জমিতে পান তুলতে যাওয়ার পর বাধা দেওয়ায় বোমা ও গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। রনি সরকার নামে একজনের বিরুদ্ধে এই অভিযোগ। গতকাল শনিবার ভোর ৫টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়টা গ্রামে সাহেব আলীর পান বরজে ঢুকে রনি সরকার ও তাঁর লোকজন জোর করে পান ভেঙে নেয়। এ সময় খবর পেয়ে সাহেব আলী ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁকে অস্ত্র নিয়ে ধাওয়া করে। পরে সাহেব আলী গ্রামবাসীর সহযোগিতা নিয়ে বাধা দিতে গেলে রনি সরকারের লোকজন ৬/৭টি বোমা ও ৩ রাউন্ড গুলি ছুড়ে স্থান ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত লাল টেপ জড়ানো বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করে।

ভুক্তভোগী সাহেব আলী বলেন, দীর্ঘদিন এ জমিতে আমি চাষাবাদসহ পান চাষ করে আসছি। কিন্তু জমির মালিকানা দাবা দাবি করে রনি সরকার তাঁর লোকজনকে নিয়ে গতকাল জোর করে পান ভাঙতে আসে। আমি গ্রামবাসীর সহযোগিতা নিয়ে বাধা দিতে গেলে রনি সরকারের লোকজন ৬/৭টি বোমা ও ৩ রাউন্ড গুলি ছুড়ে স্থান ত্যাগ করে।

অভিযুক্ত রনি সরকার বলেন, আমাদের জমি তাঁরা দখল করে রেখেছে। তাই আমাদের জমিতে পান বরজে আমরা পান ভেঙেছি। তাঁরাই আমাদের ওপর হামলা করেছে। বোমা ও গুলি ছোড়ার কথা সত্য নয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘জমি নিয়ে দুঃখের মধ্যে দীর্ঘদিন বিরোধ রয়েছে। পান ভাঙতে গেলে উভয় পক্ষ মুখোমুখি হয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত