Ajker Patrika

৪৩ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ৪৬
৪৩ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চান্দিনায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪৩ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন উপজেলার শুহিলপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী কামাল সরকার, জুনায়েদ ভূঁইয়া, নজরুল ইসলাম ও হারুন অর রশিদ; বাতাঘাসীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক, খাইরুল ইসলাম, বেলায়েত হোসেন ও ফারুক হোসেন; মাধাইয়াতে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন, মরতুজ আলী ও শাহজাহান; কেরণখালয় স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান; বাড়েরায় ছিদ্দিকুর রহমান; এতবারপুরে স্বতন্ত্র প্রার্থী সহিদ সিকদার, আবুল কাশেম ও কাউসার আহমেদ; বরকইটে ইউনুছ, মাজহারুল ইসলাম, শাহজাহান, সেলিম মিয়া ও বিল্লাল হোসেন; মাইজখারে ইউনুছ মিয়া, মোয়াজ্জেম হোসেন, রাসেল, জাহাঙ্গীর ও জাকির হোসেন; গল্লাইয়ে সুফিয়া সুলতান, জামাল, শাহজালাল ও মজিবুর রহমান; দোল্লাইয়ে আবু তাহের, নাজমুল হাসান, জামাল, হাফেজ সাইফুল ইসলাম, আয়েত আলী, আবুল কালাম আজাদ ও আক্তারুজ্জামান; বরকরইয়ে সোলাইনমান; জোয়াগায় বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম ও শাহেন শাহ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব বলেন, ‘গত ৫ জানুয়ারি চান্দিনা ইউপিতে ভোট গ্রহণের পর থেকে আমাকে মুরাদনগর উপজেলার ইউপি নির্বাচনের দায়িত্ব পালন করতে হচ্ছে। যে কারণে আমরা ওই জামানত বাজেয়াপ্ত তালিকা চূড়ান্ত করতে পারিনি। শীঘ্রই ওই তালিকা চূড়ান্ত করব।’

উল্লেখ্য, উপজেলা নির্বাচন অফিস এ তালিকা চূড়ান্ত না করলেও ইউনিয়ন ভিত্তিক জরিপে ওই তথ্য উঠে এসেছে। গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপে চান্দিনার ১৩টি ইউপির মধ্যে ১২টি ইউপিতে ভোট গ্রহণ হয়। এতে ৩ জন আওয়ামী লীগ প্রার্থী, দুজন বিএনপি সমর্থক (স্বতন্ত্র) ও একজন জামায়াত সমর্থক, ৪ জন আওয়ামী লীগের বিদ্রোহী ও ২ জন আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর জয় লাভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত