ঘাটাইল প্রতিনিধি
ঘাটাইলে নুসরাত জাহান নিশি নামের এক গৃহবধূকে গত শনিবার রাতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বোরকা পরে পালানোর চেষ্টা করেন তাঁর স্বামী। তবে শেষ রক্ষা হয়নি। জনতার হাতে ধরা পড়েন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
নুসরাত জাহান নিশি (১৯) গোপালপুর উপজেলার কুরমোশিয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে। তিনি উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। তাঁকে হত্যার অভিযোগে নুসরাতের বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় শনিবার রাতেই মামলা করেন। এ ঘটনায় নুসরাতের স্বামী আলিম ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বছরখানেক আগে আলিমের সঙ্গে পারিবারিকভাবে নুসরাতের বিয়ে হয়। বিয়ের সময় ১ লাখ ৩৫ হাজার টাকা যৌতুক নেন আলিম। তারপরও বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য নুসরাতকে চাপ দিতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। নুসরাতকে শারীরিক নির্যাতনও করা হতো। এ ঘটনার জেরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে লাশ ঝুলিয়ে রাখা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুসরাতকে হত্যার ঘটনা জানাজানি হলে হাত পায়ে মোজা এবং বোরকা পরে পালানোর চেষ্টা করেন আলিম। তবে এ সময় ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে উপস্থিত জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
নিহত গৃহবধূর মা সুফিয়া বেগম বলেন, ‘পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আমার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী ছিল। তবে লেখাপড়া করতে দিতে রাজি ছিল না তাঁর স্বামী।’
তবে আলিমের পরিবারের দাবি, ‘নুসরাত রাগী ও জেদি প্রকৃতির মেয়ে ছিল। সে কোনো কথা শুনতে নারাজ ছিল। তাকে কেউ হত্যা করেনি। সে আত্মহত্যা করেছে।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামি আলিম ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘাটাইলে নুসরাত জাহান নিশি নামের এক গৃহবধূকে গত শনিবার রাতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বোরকা পরে পালানোর চেষ্টা করেন তাঁর স্বামী। তবে শেষ রক্ষা হয়নি। জনতার হাতে ধরা পড়েন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
নুসরাত জাহান নিশি (১৯) গোপালপুর উপজেলার কুরমোশিয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে। তিনি উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। তাঁকে হত্যার অভিযোগে নুসরাতের বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় শনিবার রাতেই মামলা করেন। এ ঘটনায় নুসরাতের স্বামী আলিম ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বছরখানেক আগে আলিমের সঙ্গে পারিবারিকভাবে নুসরাতের বিয়ে হয়। বিয়ের সময় ১ লাখ ৩৫ হাজার টাকা যৌতুক নেন আলিম। তারপরও বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য নুসরাতকে চাপ দিতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। নুসরাতকে শারীরিক নির্যাতনও করা হতো। এ ঘটনার জেরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে লাশ ঝুলিয়ে রাখা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুসরাতকে হত্যার ঘটনা জানাজানি হলে হাত পায়ে মোজা এবং বোরকা পরে পালানোর চেষ্টা করেন আলিম। তবে এ সময় ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে উপস্থিত জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
নিহত গৃহবধূর মা সুফিয়া বেগম বলেন, ‘পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আমার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী ছিল। তবে লেখাপড়া করতে দিতে রাজি ছিল না তাঁর স্বামী।’
তবে আলিমের পরিবারের দাবি, ‘নুসরাত রাগী ও জেদি প্রকৃতির মেয়ে ছিল। সে কোনো কথা শুনতে নারাজ ছিল। তাকে কেউ হত্যা করেনি। সে আত্মহত্যা করেছে।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামি আলিম ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪