Ajker Patrika

৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের গৌরীপুরে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বুধবার সকালে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। জানা গেছে, উপজেলার ভাংনামারি ইউনিয়নের নাপ্তের আলগি বাজারে সড়কের পাশে ও নাপ্তের আলগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় প্রশাসন।

 এ সময় পাকা-আধা পাকা ৩০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ভাংনামারি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচার চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সরকারি জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।

নাপ্তের আলগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলামত আলী বলেন, বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত। ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। ১৯৮৯ সাল থেকে সীমানা নিয়ে জটিলতা তৈরি হয়। ৩৩ বছর পর সীমানা নির্ধারণ সমস্যার সমাধান হয়েছে। স্কুলের মোট জমির পরিমাণ ৫২ শতক। 
উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, নাপ্তের আলগি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ও স্কুলের সীমানায় কিছু অবৈধ স্থাপনা ছিল। সমস্যা সমাধানে একাধিকবার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক বলেন, অবৈধ স্থাপনাগুলোর জন্য নাপ্তের আলগী বাজারে সড়ক পাকাকরণের কাজ তিন মাস বন্ধ ছিল।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, অবৈধ স্থাপনাগুলোর জন্য বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণ এবং এলজিইডির সড়ক পাকাকরণের কাজ বন্ধ ছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা উচ্ছেদ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত