Ajker Patrika

নোলকের কণ্ঠে সিনেমার টাইটেল গান

নোলকের কণ্ঠে সিনেমার টাইটেল গান

দেশের প্রথম ক্লোজআপ ওয়ান বিজয়ী তারকা নোলক প্রথমবারের মতো গাইলেন সিনেমার টাইটেল গান। সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার টাইটেল সং ‘আহারে জীবন’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু, সুর করেছেন এস আই শহীদ, সংগীতায়োজন করেছেন রাফি। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

প্রথমবারের মতো সিনেমার টাইটেল গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত নোলক। যদিও সিনেমার গান গাওয়ার অভিজ্ঞতা তাঁর পুরোনো। এ প্রসঙ্গে নোলক বলেন, ‘এর আগে আমি ১০টি সিনেমায় প্লে-ব্যাক করেছি। কিন্তু এবারই প্রথম কোনো সিনেমার টাইটেল সং গেয়েছি। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। আহারে জীবন শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার সময় আমার পাশে শ্রদ্ধেয় ছটকু আহমেদ স্যার ছিলেন। আমার কণ্ঠে এই গানটি শুনে তিনি ভীষণ আবেগাপ্লুত হয়ে ওঠেন। স্টুডিওতেই তিনি সবার উদ্দেশে বলেন, এই গানটি তাঁর সিনেমার জন্য একটি মাইলফলক গান হয়ে থাকবে। আমি অনেক দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। তবু এটা নিশ্চিত বলতে পারি, আমার সংগীতজীবনে এমন গান খুব কম পেয়েছি। তাই গানটি নিয়ে আমি আশাবাদী।’

উল্লেখ্য, আহারে জীবন সিনেমার দুটি প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা।

অন্যদিকে রোজার আগে টানা বেশ কিছু স্টেজ শোতে অংশ নিয়েছেন নোলক। শরিফুন্নাহারের লেখা ও সুরে একটি কাওয়ালি গানেও কণ্ঠ দিয়েছেন। শিগগিরই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

ফরিদপুরে বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও ভাইরাল

বেতনের টাকায় সব গাড়ি কোম্পানি, এমনকি দেশও কিনতে পারবেন ইলন মাস্ক

মাথায় হেলমেট নেই চালকের, এক লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ