Ajker Patrika

রফিকুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

বাসাইল প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১২: ৫৮
Thumbnail image

বাসাইল সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম সংগ্রামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান গাউছ ও সাধারণ সম্পাদক মির্জা রাজিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিষ্কার চিঠিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে নির্বাচনে সরাসরি প্রচার-প্রচারণা চালানোর দায়ে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে দলের সব পরিচয় প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মতিয়ার রহমান গাউছ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আনারস প্রতীকের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে রফিকুল ইসলাম সংগ্রাম বলেন, ‘আমি দলীয় মনোনয়নপত্র কিনেছিলাম, কিন্তু উপজেলা ও জেলা আওয়ামী লীগ আমার নামই কেন্দ্রে পাঠায়নি। এ ছাড়া আমি বিদ্রোহী প্রার্থী হই নাই। তাহলে কীভাবে আমাকে বহিষ্কার করে। এমনকি বহিষ্কারের কোনো চিঠি আমি পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত