Ajker Patrika

নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ, প্রার্থীর বিষপান

ভোলা ও দৌলতখান প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭: ১৪
নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ, প্রার্থীর বিষপান

প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মিলন চৌধুরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় নিজের বাড়িতে তিনি বিষ পান করেন। বিষয়টি জানার পর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালেদা ইসলাম মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিলন চৌধুরী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁকে সদর হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ইউপি সদস্য পদপ্রার্থী মিলন চৌধুরীর ছেলে ইমরান হাসান অপি জানান, বিকেলের দিকে ৬ নম্বর ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বর তাঁদের বাড়িতে এসে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি পরিচয় দিয়ে তাঁর বাবাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তাঁরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বলা হয়েছে মিলন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের গিয়াস উদ্দিনকে দল থেকে মনোনীত করা হয়েছে। তাঁকেই এবার সদস্য পদে নির্বাচিত করতে হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে নির্বাচনের দিন যদি কোনো সহিংস ঘটনা ঘটে তাহলে সেই দায় ইউনিয়ন আওয়ামী লীগ নেবে না। এতে লজ্জায় ও ক্ষোভে নিজের ঘরে থাকা কীটনাশক পান করেন মিলন চৌধুরী।

মিলন চৌধুরীর চাচাত ভাই আরিফুর রহমান জানান, তাঁর চাচাত ভাইয়ের পক্ষে ৮০ ভাগ জনসমর্থন রয়েছে। তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। তাঁরা সুষ্ঠু নির্বাচন দাবি করেন।

প্রার্থী মিলন চৌধুরী বলেন, ‘আমি এত দিন ধরে এলাকায় গণসংযোগ করেছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। তাঁদের এই হুমকিতে আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে জনগণকে কী জবাব দেব? তাই ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছি। এ ছাড়া আমার আর কোনো পথ ছিল না।’

ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, দৌলতখান থানা থেকে খবর পেয়ে তাঁরা সদর হাসপাতালে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী ইউপি সদস্য পদপ্রার্থীর তথ্য সংগ্রহ করেছেন। হুমকির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান মঙ্গলবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত