Ajker Patrika

দেশসেরা সমাজকর্মী শাহজাহান আলী

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬: ০৭
দেশসেরা সমাজকর্মী শাহজাহান আলী

জাতীয় সমাজসেবা দিবসে দেশসেরা ইউনিয়ন সমাজকর্মীর স্বীকৃতি পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া সমাজসেবা অধিদপ্তরের মো. শাহাজান আলী। জাগরণী সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকার ক্ষুদ্রঋণ আদায় ও সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য প্রকল্পগুলো সফলতার সঙ্গে বাস্তবায়ন করা এবং তাঁর ঋণগ্রহীতাদের মধ্যে খেলাপি না থাকায় এ সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

গত রোববার রাতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী মর্যাদা অর্জনকারী শাহাজান আলীকে সংবর্ধনা দেন সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার আমিনুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী শিরিনা খাতুন, হুমায়ুন কবির (সদ্য অবসরপ্রাপ্ত), ফজলুল হক (এলপিআর) প্রমুখ।

সংবর্ধিত শাহজাহান আলী উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি আজকের পত্রিকাকে জানান, যথাযথ দায়িত্বপালন ও কঠোর পরিশ্রমের জন্য সম্প্রতি দেশের সাড়ে পাঁচ হাজার ইউনিয়ন সমাজকর্মীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ হওয়া সম্ভব হয়েছে।

সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহীদ বলেন, উপজেলাতে সমাজকর্মী হিসেবে ৭ পদের বিপরীতে দায়িত্ব পালন করছে তিনজন। শাহাজান আলী উপজেলার জালালাবাদ, কয়লা, কেড়াগাছি ও সোনাবাড়িয়া ৪টি ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ কার্যক্রমের দায়িত্ব পালন করেন। ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহে ৪৫ লাখ টাকা ও ডিসেম্বর মাসব্যাপী মোট ৫৩ লাখ টাকা আদায় করেছে। একজনও ঋণখেলাপি নেই।

নিজের অনুভূতি ব্যক্ত করে মো. শাহাজাহান আলী বলেন, জীবনের প্রথম এমন অনুপ্রেরণা কখনোই ভোলার মতো না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত