Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ি নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৩: ২৫
সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ি নিহত

ঢাকার কেরানীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একই পরিবারের দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুপ বানু (৬৫) ও মৌসুমী (২৭)। তাঁরা সম্পর্কে বউ-শাশুড়ি। তাঁদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নোয়ার্দা গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুপা বানুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মৌসুমী ও তাঁর সন্তান মোহনাকে (৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের আত্মীয় সোহেল বলেন, ‘করোনার টিকা দিতে আমার বোনের শাশুড়ি, বোনের জা ও তাঁর শিশুসন্তান মিটফোর্ড হাসপাতালে যায়। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসনাবাদ পৌঁছান তাঁরা। সেখানে রাস্তা পার হওয়ার সময় পিকআপ তাঁদের চাপা দেয়। এতে ঘটনা স্থলেই আমার বোনের শাশুড়ি মারা যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বোনের জা মারা যান। পরে তার শিশু সন্তানকে আদ্-দীন হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল জানান, বাচ্চাটির অবস্থাও আশঙ্কাজনক।’

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত