Ajker Patrika

ছয় মামলায় আসামি ১০৩

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ১৩
Thumbnail image

কুষ্টিয়ার খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন চতুর্থ ধাপে। প্রতিদিনই উপজেলার কোনো না কোনো ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটছে। এক প্রার্থী অপর প্রার্থীকে হুমকি-ধমকি ও পোস্টার ছেঁড়াসহ নানা ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনে উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় ৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১০৩ জনকে। এ ছাড়াও অজ্ঞাত রয়েছে ৬৮ জন আসামি। এসব ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান জানান, নির্বাচনী সহিংসতায় গত ২৬ নভেম্বর জয়ন্তী হাজরা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলার ৬৭ জনের নাম উল্লেখ ও ১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এ ছাড়া ৯ ডিসেম্বর খোকসা ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি মামলা হয়। এতে ১৬ জনের নাম উল্লেখ ও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একই দিন গোপগ্রাম ইউনিয়নে সহিংসতা হয়। এ ঘটনায় দুটি মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছে।

উপজেলা নির্বাচন কমিশনার রশিদুল আলম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য এক চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা অবনতিতে এবং কোনো আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না বলেও জানান তিনি। থানা–পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও দাবি করেন ওসি আশিকুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত