Ajker Patrika

১০ বছর ধরে অকেজো স্লুইসগেট চিলমারীতে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৩৮
১০ বছর ধরে অকেজো স্লুইসগেট চিলমারীতে

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নে ১০ বছর ধরে স্লুইসগেট অকেজো থাকলেও মেরামতে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে বর্ষার সময় দীর্ঘদিন পানিবন্দী থাকেন মানুষ।

রমনা মডেল ইউনিয়নের চর পাত্রখাতায় এলাকায় ১৯৭৬-৭৭ অর্থ বছরে ৪৭ লাখ টাকা ব্যয়ে স্লুইসগেটটি নির্মাণ করা হয়, এর ১২টি কপাটের মধ্যে প্রায় সব কটি কপাটই নষ্ট থাকায় খুব সহজেই শহরের ভেতরে পানি প্রবেশ করে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় উপজেলাবাসীর। শত শত একর জমির ফসল, মাছের ঘের ভেসে যায় পানিতে। ওই এলাকায় বর্ষা মৌসুমে কবর দেওয়ার জায়গাও পাওয়া যায় না।

স্থানীয়রা জানান, ২০১৭ ও ২০১৮ সালের বন্যায় উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। তাঁদের আশঙ্কা স্লুইসগেটটি দ্রুত সংস্কার করা না হলে আবারও পানিবন্দী হতে পারেন। দুর্ভোগে পড়তে পারেন উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ।

রমনা মডেল ইউনিয়নের আব্দুল আজিজ, মোস্তাফিজার রহমান ও আতিক জানান, অনেক আগে থেকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের বলেও কোনো কাজ হয়নি। স্লুইসগেট সংস্কারের অভাবে শত শত একর আবাদি জমির ফসল ক্ষতি হচ্ছে। তাই এখন এটি সংস্কার করার প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, ‘নতুন স্লুইসগেট করার জন্য আমি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডে জানিয়েছি।’

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্লুইসগেটটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত