Ajker Patrika

জামিনে এসে মামলা তুলতে চাপ

দোহার (ঢাকা) প্রতিনিধি
জামিনে এসে মামলা তুলতে চাপ

ঢাকার দোহারে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় সাজু মণ্ডল (২৪) নিহত হওয়ার দুই মাসেও সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এখন আসামিরা জামিনে এসে তাঁর পরিবারকে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিচ্ছেন।

সাজু হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সাজুর পরিবারের সদস্য ও স্বজনেরা অংশ নেন।

পালামগঞ্জ বাজার এলাকার নুরু মন্ডলের ছেলে সাজু মন্ডল। তিনি রায়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ১২ অক্টোবর হামলার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দ্বিতীয় দফা মারধরের শিকার হন তিনি। গত ১৭ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীর মদিনা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাজুর ভাই আনোয়ার মণ্ডল বলেন, ‘মিলন শিকদারের জমির ব্যাপারে আমরা কোনোভাবেই সম্পৃক্ত নই। ঘটনার দিন চাল নিয়ে বাড়ি যাওয়ার পথে হাকিম ও তার ভাড়াটে বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালালে সাজু নিহত হয়। এখন আসামিরা জামিনে এসে আমাদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছে।’

সাজুর মা বলেন, ‘হাকিম আমার কলিজার ধনকে মেরে ফেলেছে। আমি সইতে পারছি না। আমি হাকিমসহ জড়িতদের বিচার চাই।’

স্থানীয় ঝিন্টু ব্যাপারী ও মো. মিলন বলেন, সাজুকে যাঁরা হত্যা করেছেন, তাঁরা অনেক প্রভাবশালী। তাঁরা একাধিক সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যুক্ত।

থানার এসআই সুলতান মাহমুদ বলেন, সাজুর মৃত্যুর ঘটনায় গত ১৯ অক্টোবর ১১ জনের নামে মামলা করেন তাঁর ভাই। অভিযুক্ত ব্যক্তিরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চান। তাই তাঁরা এখন জামিনে আছেন। আগামী বছরের ২৩ জানুয়ারি ঢাকা জজকোর্টে মামলার পরবর্তী শুনানি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত