Ajker Patrika

ঠান্ডাজনিত রোগীর ভিড় চিকিৎসা দিতে হিমশিম

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪: ৫৮
ঠান্ডাজনিত রোগীর ভিড় চিকিৎসা দিতে হিমশিম

দিনাজপুরের ফুলবাড়ীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে রোগীর ভিড়ের কারণে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এক সপ্তাহ ধরে শীত বেড়ে গেছে। রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, যা মাঝে অনেকাংশে কমে গিয়েছিল। শীতের কারণে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যাই বেশি। তারা শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

তিনি আরও বলেন, রোগী বাড়ার কারণে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। একই সঙ্গে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু ডায়রিয়া আক্রান্ত ৯৪ জন রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ রোগী ৫১ জন এবং নারী ৪৩ জন রয়েছেন। বয়সভেদে রোগী রয়েছেন শূন্য থেকে ১ বছরের মধ্যে ১৫ জন, ১ থেকে ৫ বছরের মধ্যে ৫৪, ৫ থেকে ১৫ বছরের ৪ এবং ১৫ বছরের বেশি বয়সের ৩৬ জন রোগী রয়েছেন।

জানা গেছে, ফুলবাড়ীতে ঠান্ডা বাতাস আর কুয়াশায় আবারও বেড়ে গেছে শীতের তীব্রতা। সেই সঙ্গে সকালে কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ভিড় করছে রোগীরা। প্রতিদিন এ ধরনের এক থেকে দেড় শ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। এসব রোগীর মধ্যে প্রতিদিনই অন্তত ১০ থেকে ১৫ জন ভর্তি হচ্ছে অন্তবিভাগে।

স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসন্তানকে নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা গৃহবধূ রোজিনা বেগম বলেন, ‘দু-তিন দিনের তীব্র ঠান্ডার কারণে পাঁচ বছরের শিশু ফাহিমের ডায়রিয়া হয়েছে। ঠিকমতো খাওয়াদাওয়া ও খেলাধুলা করছে না। তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে দেখাতে নিয়ে এসেছি।’

হাসপাতালে ভর্তি দিনমজুর আব্দুল আলিম বলেন, ‘শীতের মধ্যে কাজে বের হওয়ার কারণে ঠান্ডা লেগে নিউমোনিয়া দেখা দিয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা চামেলী বেগম বলেন, শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে এ সময় গরম কাপড় পরিধান করতে হবে। ভিটামিন ‘সি’ ও শীতকালীন শাকসবজি খাওয়া ছাড়াও বয়স্ক ও শিশুদের গরম পানি পান করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত