Ajker Patrika

ইচ্ছেপূরণের গল্প

আপডেট : ০৭ জুন ২০২২, ১০: ৩৭
ইচ্ছেপূরণের গল্প

সবই আছে ছোট্ট মেয়েটির জীবনে। মাতৃহীন আরোহী সবার আদরে বড় হচ্ছে। জীবনে কখনো ‘না’ শুনতে অভ্যস্ত নয় সে। তবে নেই শুধু তার মা। জন্মদিনে শত উপহার পেয়েও আরোহীর মন ভরে না। বাবা অনিরুদ্ধর কাছে তার একটাই চাওয়া, মা এনে দিতে হবে। কিন্তু পুরোনো আঘাত ভুলে নতুন করে জীবন শুরু করার জন্য এখনো প্রস্তুত নয় অনিরুদ্ধ। মেয়েকে সাফ জানিয়ে দেয়, তিনিই তার বাবা, তিনিই মা। মন গলে না আরোহীর। বাধ্য হয়ে সে সিদ্ধান্ত নেয়, নিজেই খুঁজে আনবে মাকে। কেমন মা চাই তার, একটা চেকলিস্টও তৈরি করে—সুন্দর চোখ, কপালে টিপ, লম্বা চুল, মিষ্টি হাসি।

এমন গল্প নিয়ে কালারস বাংলায় গতকাল থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘তুমিই যে আমার মা’। এতে আরোহী চরিত্রে অভিনয় করেছে আরাধ্য বিশ্বাস। বাবা চরিত্রে আছেন সুমন দে। ‘নকশি কাঁথা’, ‘ক্ষীরের পুতুল’, ‘করুণাময়ী রাণী রাসমণি’সহ অনেক সিরিয়ালের পরিচিত মুখ সুমন। তাঁর বিপরীতে আছেন প্রিয়া মণ্ডল। এর আগে একাধিক ধারাবাহিকে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের চরিত্রেই দেখা গেছে প্রিয়াকে।

পারিবারিক গল্পের সিরিয়াল ‘তুমিই যে আমার মা’র প্রচার উপলক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে কালারস বাংলা চ্যানেল। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরছে সিরিয়ালের পোস্টারে সজ্জিত মিনিট্রাক। দর্শকদের নিয়ে আয়োজন করেছে বিভিন্ন গেম শো, থাকছে পুরস্কারের ব্যবস্থাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত