Ajker Patrika

শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ০৬
শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

দিনাজপুরের হিলিতে গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, তাঁদের বেশির ভাগই বয়স্ক ও শিশু। রোগীদের বাড়তি চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হিলি হাসপাতালে চিকিৎসা নিতে আসা লুৎফর রহমান বলেন, শীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছেন। গত কয়েকদিন আগে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। অবস্থা দেখে চিকিৎসকেরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই থেকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছন বলে জানান তিনি।

চিকিৎসা নিতে আসা হালিমা বেগম বলেন, হঠাৎ করে শীত ও ঘনকুয়াশা পড়ায় জ্বর সর্দি ধরেছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাকিব হাসান বলেন, গত এক সপ্তাহ ধরে হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়ার প্রকোপ দেখা যাচ্ছে। হাসপাতালে আসা রোগীদের ৯০ ভাগ মানুষই শীতজনিত রোগ নিয়ে চিকিৎসার জন্য আসছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত