Ajker Patrika

সরকারি কর্মচারীসহ আটজনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ১৩: ০৭
সরকারি কর্মচারীসহ আটজনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে সরকারি পাহাড় কেটে বিক্রির অভিযোগের ঘটনায় চার সরকারি কর্মচারীসহ আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন, কক্সবাজার জেলা কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি ও কক্সবাজার পৌরসভার কানাইয়া বাজার এলাকার মোহাম্মদ বাবুল (৪৫), কক্সবাজার পৌরসভার টেকপাড়ার জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল সওদাগর (৬২), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জুলফিকার আলি ভুট্টো (৫২), কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অফিসসহায়ক মোহাম্মদ ইয়াছিন (৪০), কক্সবাজার পৌরসভার কলাতলীর মোহাম্মদ হোসাইন ফকির ওরফে মাছন ফকির (৫৫), টেকনাফ উপজেলার হ্নীলার শাহজাহান (৪৩), কক্সবাজার পৌরসভার কলাতলী ৫১ একর এলাকার দিল মোহাম্মদ (৩৫) এবং কক্সবাজার পৌরসভার কলাতলী ৫১ একর এলাকার ছিদ্দিক মাঝি (৪৫)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনীর উল গীয়াস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সরকারি পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। মামলাটি পরিবেশ আদালতে পাঠানো হবে এবং তা তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর।

প্রায় দুই মাস আগে কক্সবাজার শহরের কলাতলীর ৫১ একর আবাসন এলাকার পূর্ব পাশে জয়নাল সওদাগরেরঘোনা এলাকায় ৫ একর সরকারি পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রির অভিযোগ ওঠে। জেলা কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি  সুলতান মোহাম্মদ বাবুলের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র এ পাহাড় কাটায় জড়িত।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে এবং পাহাড় কাটা বন্ধ করতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপলস দুই সচিবসহ ১২ সরকারি কর্মকর্তাকে চিঠি দেয়।

এদিকে সুলতান মোহাম্মদ বাবুলসহ সরকারি কর্মচারীদের পাহাড় কাটার ঘটনায় জড়িত থাকায় কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে গত ৩০ মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, ‘পাহাড় কাটায় অভিযোগ ওঠায় কর্মচারীদের বিরুদ্ধে নোটিশ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত