Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক দরকার

সামির সাত্তার
আপডেট : ২৭ মে ২০২৩, ১৫: ৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক দরকার

নির্বাচনে অনিয়মে জড়িত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের ভিসা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি নিয়ে কী ভাবছেন রাজনীতিক, সাবেক কূটনীতিক ও ব্যবসায়ীরা? এ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন সামির সাত্তার।

ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করে দিতে পারে। এটা ব্যক্তির জন্য প্রযোজ্য, ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয়।

যুক্তরাষ্ট্র যেহেতু আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা অবশ্যই দেখতে চাইব, সব সময় যেন এই দীর্ঘ সময়ের সম্পর্কটা বজায় থাকে। আমরা এমনিতেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। ইউরোপের বাজারে মন্দা চলছে। তাই আমাদের জন্য সব বাজারই খোলা থাক—এটাই চাই।

স্যাংশন মানে কী? যদি ব্যবসার দিক থেকে বলি, তার মানে দাঁড়ায় তাদের সঙ্গে কোনো লেনদেন হবে না। এখনো যেহেতু ওই দিকে যায়নি, তাই এ ব্যাপারে মন্তব্য করাটা সমীচীন হবে না।

তবে একটা দেশের সঙ্গে যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে এক টাকা হলেও তো কমে আসবে। আমরা প্রত্যাশা করছি, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো আছে, ভালো থাকবে। 

সামির সাত্তার,
সভাপতি, ডিসিসিআই

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত