Ajker Patrika

ছয়টি বক উদ্ধার, চা বাগানে অবমুক্ত

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯: ১৮
ছয়টি বক উদ্ধার, চা বাগানে অবমুক্ত

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে ছয়টি বক উদ্ধার করা হয়েছে। পরিবেশ কর্মীরা বকগুলো উদ্ধার করে তারাপুর চা বাগানে অবমুক্ত করেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম জানান, চিত্র সাংবাদিক মামুন হোসেনের মাধ্যমে বকের বিষয়টি জানতে পারি। পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি দাসের সঙ্গে কথা হয়। তিনি জানান, মার্কেট কোতোয়ালি থানায়। তাই বিক্রেতা পাখিসহ জালালাবাদ থানা এলাকায় (মার্কেটের অপরপাশে) এলে সাহায্য করা সম্ভব হবে।

পুলিশের কথায় পাখির দরদাম শুরু করি। ৬টি বকের দাম বলা হয় ২৪০০ টাকা। ১২০০ টাকায় রফা করে বলেন, পাখি আমার চাচার পছন্দ হলেই টাকা পাবেন। পাখি নিয়ে রাস্তার অন্যপাশে আসেন। বিক্রেতা পাখিসহ অন্যপাশে এলে পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।

বিক্রেতা সালুটিকর থেকে এ বক কিনে এনেছে। তাঁর নাম সায়েক মিয়া, বাড়ি নবীগঞ্জে। পুলিশ তাঁকে মুক্তি দেওয়ার অনুরোধ জানালে কিম বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঙ্গে কথা বলেন। পরে ভবিষ্যতে পাখি বিক্রি না করার অঙ্গীকার আদায় করে সায়েককে মুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত