Ajker Patrika

রেজাউল হত্যা মামলায় একজন গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ১৫
রেজাউল হত্যা মামলায়  একজন গ্রেপ্তার

শিবচর উপজেলায় বগুড়ার রেজাউল করিম হত্যার ১ মাস ২৬ দিন পর এমদাদুল হক মুন্সী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শিবচর থানা-পুলিশ। এমদাদুলের দেখানো তথ্যমতে ঘটনাস্থল থেকে নিহত রেজাউলের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযোগ রয়েছে, গত ১০ সেপ্টেম্বর রেজাউলকে চাকরি দেওয়ার কথা বলে বগুড়া থেকে এনে এমদাদুল হক মুন্সীর সহায়তায় হত্যা করেন বন্ধু রোলাস মালিথা রনি। গত ২০ সেপ্টেম্বর শিবচরের মাদবরচরের একটি পরিত্যক্ত ঘর থেকে রেজাউল করিমের মুখ পোড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার এমদাদুলের দেওয়া তথ্যের বরাত দিয়ে শিবচর থানা-পুলিশ জানায়, বগুড়ার সদর উপজেলার চকসূত্রাপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৪০) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চর আমলা গ্রামের রোলাস মালিথা রনি (৪০) কর্মসূত্রে কয়েক বছর আগে নেপাল থাকতেন। সেখান থেকেই বন্ধুত্ব। আড়াই বছর আগে দেশে আসার পরও তাঁদের যোগাযোগ ছিল। ২০ হাজার টাকার বিনিময়ে রেজাউলকে পদ্মা সেতু প্রকল্পে কাজ দেওয়ার কথা বলে রনি শিবচরের মাদবরচরে তাঁর শ্বশুর বাড়িতে আসতে বলেন। গত ১০ সেপ্টেম্বর রেজাউল ৩ হাজার টাকা নিয়ে শিবচরের মাদবরচর আসেন। রনি তাঁর সহযোগী এমদাদুল হক মুন্সীকে (২৩) প্রকল্পের কর্মকর্তা সাজিয়ে রেজাউলকে সঙ্গে নিয়ে রাতে শিবচরের মাদবরচরের কালাই হাজীকান্দি একটি নির্জন এলাকার পরিত্যক্ত ঘরের কাছে নিয়ে হত্যা করেন।

শিবচর থানার উপপরিদর্শক সঞ্জীব জোয়াদ্দারের নেতৃত্বে পুলিশের একটি দল গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের কবুতরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হক মুন্সীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এমদাদুল পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত