Ajker Patrika

অটোরিকশার লাইসেন্স ফি পুনর্নির্ধারণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ২৭
অটোরিকশার লাইসেন্স ফি পুনর্নির্ধারণ

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। গত রোববার অটোরিকশার মালিক ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ভ্যাট ও ট্যাক্সসহ ৯ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ১৪ হাজার ৫০০ টাকা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন পৌর সচিব একেএম খোরশেদ আলম।

পৌরসভা সূত্রে জানা যায়, নির্ধারিত ফি পরিশোধ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পৌরসভা থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে। এ সময়ের পর লাইসেন্স ছাড়া কোনো অটোরিকশা পৌরসভা এলাকায় চলতে দেওয়া হবে না বলেও জানায় পৌর কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত