Ajker Patrika

হলে আসবে ‘মেড ইন চিটাগাং’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

২০১২ সালে জিটিভিতে প্রথম প্রচার হয় নাটক ‘মেড ইন চিটাগাং’। এরপর তিন বছরের দুই ঈদে নাটকের দুটি করে পর্ব প্রচারিত হয়। পার্থ বড়ুয়া নাটকটির মূল চরিত্রে অভিনয় করেন। পরে শোনা যায়, এ নাটকের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরাই চট্টগ্রামের ভাষায় একটি চলচ্চিত্র বানাবেন।

আট বছরের মাথায় মেড ইন চিটাগাং নাটকের পরিচালক ইমরাউল রাফাত সিনেমাটি বানালেন। এ বছরের জুনে চট্টগ্রামে সিনেমার শুটিং হয়েছে। পরিচালক চট্টগ্রামের, এ সিনেমায় যাঁরা অভিনয় করেছেন, প্রায় সবাই চট্টগ্রামের। পার্থ ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসিরউদ্দিন খান, হিন্দোল রায়, প্রিয়া মৌলি, সাজু খাদেম প্রমুখ। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম রবি বিঞ্জ-এ প্রচারের জন্য তৈরি হয়েছিল। তবে ওটিটির আগে এখন হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য এরইমধ্যে এফডিসি অনাপত্তিপত্রও ইস্যু করেছে।

পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘সিনেমাটি চট্টগ্রামের ভাষায়, তাই অনেক হলে যে এটা মুক্তি পাবে, এমনটা না-ও হতে পারে।’ মেড ইন চিটাগাং সিনেমায় অভিনয় করে পার্থ বড়ুয়া বেশ আনন্দিত। গানের ফাঁকে তাঁকে নাটক, সিনেমা ও ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা যায়। বড় পর্দায় তাঁর সর্বশেষ কাজ ‘আয়নাবাজি’। পার্থ বলেন, ‘মেড ইন চিটাগাং নাটকটি প্রচারের পরই আমাদের পরিকল্পনা ছিল, সিনেমা হোক। এর মধ্যে অনেক সময় কেটে গেছে। তারপরও যে সিনেমাটি ভালোভাবে হচ্ছে, এটাই আনন্দের। দর্শকেরা দারুণ কিছু উপহার পেতে যাচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত