Ajker Patrika

বাশার ও সাফার নাটক ‘আফসোস’

বাশার ও সাফার নাটক ‘আফসোস’

একটা চাকরি খুব প্রয়োজন রাতুলের। সামনেই তার বিসিএস ভাইভা। কিছুতেই সুযোগ মিস করা যাবে না। আত্মবিশ্বাস বাড়াতে ভর্তি হয় শুদ্ধ উচ্চারণ কোর্সে। এদিকে মোনালিসা ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে সঠিক বাংলা বলতে পারে না। তাই বাংলা উচ্চারণ ঠিক করতে একই কোর্সে ভর্তি হয় সে-ও। সেখানেই পরিচয় হয় দুজনের। খুনসুটি থেকে একসময় তাদের সম্পর্ক গড়ায় প্রেমে। তবে তাদের এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় মোনালিসার সৎমা। শেষ পর্যন্ত তাদের প্রেম পরিণতি পাবে, নাকি দিন শেষে সঙ্গী হবে আফসোস—এটাই নাটকের গল্প। নাটকের নামও ‘আফসোস’। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন।

নতুন নাটক নিয়ে সেরনিয়াবাত শাওন বলেন, ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখা যাবে আফসোস নাটকে। রাতুল ও মোনালিসার সম্পর্কটা প্রেমের নাকি আফসোসের, সেটা জানা যাবে নাটকটি মুক্তির পর। খায়রুল বাশার ও সাফা কবির দুজনেই খুব ভালো অভিনয় করেছেন। তাঁদের রসায়ন দর্শকদের মন কাড়বে। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরাও নিজেদের জায়গা থেকে ভালো করেছেন। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’

গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে নাটকের ট্রেলার। সোয়া দুই মিনিটের ট্রেলার শুরু হয়েছে খায়রুল বাশার ও সাফা কবির অভিনীত চরিত্রদের খুনসুটি দিয়ে। সাফার ভুল উচ্চারণ নিয়ে খ্যাপান বাশার। তাঁর ওপর ভীষণ ক্ষিপ্ত হন সাফা। আফসোস নাটকে আরও অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, দিলু মজুমদার, করভী মিজান রিভি, জাহেদুর রহমান রিপন, তানভীর নাহিদ খান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। ১০ জানুয়ারি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আফসোস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত