সম্পাদকীয়
উপন্যাস দিয়েই চেনা যায় তুর্গিয়েনেফকে। কিন্তু অনেক সাহিত্যিকের মতো তাঁর সাহিত্যজীবনও শুরু হয়েছিল কবিতা দিয়ে। রোমান্টিসিজমের ঘোর ছিল সেই কবিতায়। অথচ পরে তিনি ঘুরে গেলেন সরাসরি বাস্তববাদের দিকে। রুশ সাহিত্যের দিকপালদের অন্যতম ছিলেন তিনি।
শুধু রাশিয়ান সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের খুবই উঁচু জায়গায় রয়েছে তাঁর অবস্থান।
মানব চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, প্রকৃতির অপরূপ ছবি নির্মাণে পারঙ্গমতা ছিল তুর্গিয়েনেফের। সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাসগুলোর মধ্যে ‘রুদিন’, ‘পূর্বক্ষণ’, ‘বাবুদের বাসা’ আর ‘পিতা পুত্র’ নিয়ে কথা বলা শুরু করলে কত গভীর বিষয়ই না উঠে আসবে। তুর্গিয়েনেফের লেখায় সামন্তবাদের ফোকর গলে নতুন বুর্জোয়া সমাজের উত্থানের চিত্রটি সহজ চোখেই দেখা যায়। পরবর্তীকালে তিনি ‘ধোঁয়া’, আর ‘নতুন’ নামে যে উপন্যাস দুটি লেখেন, তাতে বিদেশে রাশিয়ান মানুষের জীবনযাপনের কথা উঠে এসেছে। আর তুর্গিয়েনেফের কথা বলা হবে, অথচ ‘মুমু’র কথা বলা হবে না, তা কী করে হয়? এই দুই লেখকের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। নিকোলাই গোগলের মৃত্যুর পর তিনি লিখেছিলেন ‘শিকারির দিনলিপি’। এ কারণে তাঁকে নির্বাসন দণ্ড দিয়েছিল জারের সরকার। বলা হয়ে থাকে, কৃষকদের প্রতি সহানুভূতি দেখানোই ছিল এই নির্বাসনের কারণ। নির্বাসনের সময় এবং তার পরের ২০ বছরের মধ্যেই তুর্গিয়েনেফ লিখে ফেলেন তাঁর সেরা লেখাগুলো।
বিয়ে করেননি, কিন্তু অসংখ্য রোমান্স ছিল তাঁর জীবনে। বন্ধু বিলিন্স্কির সঙ্গে ১৮৪৭ সালে তুর্গিয়েনেফ ফ্রান্সে গিয়েছিলেন এবং দেখেছিলেন ফেব্রুয়ারির বিপ্লব। অনেকেই জানেন না, তুর্গিয়েনেফ রুশ ভাষায় শেক্সপিয়ার আর বায়রনের রচনা অনুবাদ করেছেন।
১৮৭০-১৮৮০ সালগুলোয় তুর্গিয়েনেফের জনপ্রিয়তা বাড়তে থাকে রাশিয়ায় এবং পৃথিবীর অন্যান্য দেশেও। তাঁর লেখার সঙ্গে অনুবাদের মাধ্যমে পরিচিত হয় বিশ্ববাসী।
ইভান তুর্গিয়েনেফ জন্মেছিলেন ১৮১৮ সালের ২৮ অক্টোবর। সেটা ছিল পুরোনো ক্যালেন্ডারের তারিখ। এখন যে ক্যালেন্ডার ব্যবহার করা হয়, সে হিসাবে তাঁর জন্ম ৯ নভেম্বর। প্যারিসে মৃত্যু হয় তাঁর, সমাধি হয় রাশিয়ায় সাঙ্কৎ পিতেরবুর্গে।
উপন্যাস দিয়েই চেনা যায় তুর্গিয়েনেফকে। কিন্তু অনেক সাহিত্যিকের মতো তাঁর সাহিত্যজীবনও শুরু হয়েছিল কবিতা দিয়ে। রোমান্টিসিজমের ঘোর ছিল সেই কবিতায়। অথচ পরে তিনি ঘুরে গেলেন সরাসরি বাস্তববাদের দিকে। রুশ সাহিত্যের দিকপালদের অন্যতম ছিলেন তিনি।
শুধু রাশিয়ান সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের খুবই উঁচু জায়গায় রয়েছে তাঁর অবস্থান।
মানব চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, প্রকৃতির অপরূপ ছবি নির্মাণে পারঙ্গমতা ছিল তুর্গিয়েনেফের। সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাসগুলোর মধ্যে ‘রুদিন’, ‘পূর্বক্ষণ’, ‘বাবুদের বাসা’ আর ‘পিতা পুত্র’ নিয়ে কথা বলা শুরু করলে কত গভীর বিষয়ই না উঠে আসবে। তুর্গিয়েনেফের লেখায় সামন্তবাদের ফোকর গলে নতুন বুর্জোয়া সমাজের উত্থানের চিত্রটি সহজ চোখেই দেখা যায়। পরবর্তীকালে তিনি ‘ধোঁয়া’, আর ‘নতুন’ নামে যে উপন্যাস দুটি লেখেন, তাতে বিদেশে রাশিয়ান মানুষের জীবনযাপনের কথা উঠে এসেছে। আর তুর্গিয়েনেফের কথা বলা হবে, অথচ ‘মুমু’র কথা বলা হবে না, তা কী করে হয়? এই দুই লেখকের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। নিকোলাই গোগলের মৃত্যুর পর তিনি লিখেছিলেন ‘শিকারির দিনলিপি’। এ কারণে তাঁকে নির্বাসন দণ্ড দিয়েছিল জারের সরকার। বলা হয়ে থাকে, কৃষকদের প্রতি সহানুভূতি দেখানোই ছিল এই নির্বাসনের কারণ। নির্বাসনের সময় এবং তার পরের ২০ বছরের মধ্যেই তুর্গিয়েনেফ লিখে ফেলেন তাঁর সেরা লেখাগুলো।
বিয়ে করেননি, কিন্তু অসংখ্য রোমান্স ছিল তাঁর জীবনে। বন্ধু বিলিন্স্কির সঙ্গে ১৮৪৭ সালে তুর্গিয়েনেফ ফ্রান্সে গিয়েছিলেন এবং দেখেছিলেন ফেব্রুয়ারির বিপ্লব। অনেকেই জানেন না, তুর্গিয়েনেফ রুশ ভাষায় শেক্সপিয়ার আর বায়রনের রচনা অনুবাদ করেছেন।
১৮৭০-১৮৮০ সালগুলোয় তুর্গিয়েনেফের জনপ্রিয়তা বাড়তে থাকে রাশিয়ায় এবং পৃথিবীর অন্যান্য দেশেও। তাঁর লেখার সঙ্গে অনুবাদের মাধ্যমে পরিচিত হয় বিশ্ববাসী।
ইভান তুর্গিয়েনেফ জন্মেছিলেন ১৮১৮ সালের ২৮ অক্টোবর। সেটা ছিল পুরোনো ক্যালেন্ডারের তারিখ। এখন যে ক্যালেন্ডার ব্যবহার করা হয়, সে হিসাবে তাঁর জন্ম ৯ নভেম্বর। প্যারিসে মৃত্যু হয় তাঁর, সমাধি হয় রাশিয়ায় সাঙ্কৎ পিতেরবুর্গে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪