Ajker Patrika

সেই কবিরাজ দেব কিশোর আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২৩: ২৪
সেই কবিরাজ দেব কিশোর আটক

কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় শিশু পঙ্গুর ঘটনায় অভিযুক্ত কবিরাজ দেব কিশোর সরকারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার আবদুল্লাহপুর রসুলপুর (কলাকান্দি) বাজার থেকে তাঁকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, কবিরাজ দেব কিশোরের অপচিকিৎসায় ১৬ দিন বয়সী শিশু অনিকের একটি পা কেটে ফেলতে বাধ্য হয়। এই সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। গতকাল কবিরাজ দেব কিশোরকে আটক করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, ছয় দিন বয়সী শিশু অনিক অতিরিক্ত কান্না করায় তার মা-বাবা কবিরাজ দেব কিশোরের কাছে নিয়ে যান। কবিরাজ ঝাড়-ফুঁক দিয়ে পায়ে ট্রাইজন নামে ইনজেকশন পুশ করেন। কান্না না থামায় ফের ইনজেকশন পুশ করেন তিনি। তৃতীয় দিন পা ফুলে গেলে দেব কিশোর ছোট্ট অনিককে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকেরা জানান তার ডান পায়ের হাড়ে পচন ধরেছে। গত ২৬ সেপ্টেম্বর পা কেটে ফেলা হয়।

অনিক দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর কদমপুর এলাকার আবুল বাসারের ছেলে। কবিরাজ দেব কিশোর একই এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন জানান, কবিরাজ স্থানীয় মাতব্বরদের সহায়তায় শিশুর পরিবারের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন, যাতে তাঁরা আইনি প্রক্রিয়ায় যেতে না পারে। পুলিশ সেই স্ট্যাম্প উদ্ধার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত