Ajker Patrika

বাড়তে পারে শীত বৃষ্টির সম্ভাবনা

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১২: ১৭
বাড়তে পারে শীত বৃষ্টির সম্ভাবনা

সিলেট বিভাগের চার জেলায় এ মাসের শেষে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে শীতও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি বেশি হয়, তাহলে কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে আপাতত যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে বৃষ্টি না হলে তাপমাত্রা কমার চেয়ে বাড়ার সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। নদীর অববাহিকায় যেসব অঞ্চল আছে, সেখানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী কুয়াশা থাকতে পারে। অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে জানুয়ারি মাসে বেশি শীত পড়ার আভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ।

তিনি বলেন, দেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। বর্তমান আবহাওয়া পরিস্থিতি জানুয়ারির ২ থেকে ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর তাপমাত্রা কমতে শুরু করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত