Ajker Patrika

লন্ডন টু ঢাকা তাসনিয়া ফারিণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২২, ১১: ৪৮
Thumbnail image

বিরামহীন সময় কাটছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। গত সপ্তাহে লন্ডন থেকে বাসায় ফিরেই ব্যাগ নিয়ে ছুটেছেন শুটিংয়ে। হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালনা করছেন ‘তাকদীর’খ্যাত সৈয়দ আহমেদ শাওকী। কারাগারের গল্প নিয়ে শাওকী জানান, একটা কারাগার। যেখানে রয়েছে ৫০১ নম্বর রহস্যময় এক সেল। সেলটি ৫০ বছর ধরে বন্ধ। কিন্তু এই সেলে ঘুম ভাঙে একজন রিপ ভেন উইঙ্কেলের। যে দাবি করে, সে অমর। ২০০ বছর ধরে সে জেলে আছে। মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।

গত মঙ্গলবার প্রায় দুই মাস পর টিভি নাটকের শুটিংয়ে ফিরলেন তাসনিয়া ফারিণ। নাম ‘মিস্টার কুল’। এতে তাঁর বিপরীতে দেখা যাবে অপূর্বকে। পরিচালনায় মেহেদি হাসান জনি। ফারিণ বলেন, ‘সর্বশেষ গত ২৫ এপ্রিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনে মনে’ নাটকের শুটিং করেছি। এরপর দুই মাস নাটকে শুটিং করা হয়নি।’

ফারিণ প্রায় মাসখানেক লন্ডনে ছিলেন। প্রথম সিনেমার কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রায় ২০ দিন লন্ডনেই শুটিং করেছি। শুটিং শেষে কয়েক দিন একাই ঘুরে বেড়িয়েছি লন্ডন শহরে। দুটি থিয়েটারও দেখেছি।’

তাসনিয়া ফারিণকয়েক বছর ধরেই নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তাসনিয়া ফারিণ।

সিরিজটি প্রচারিত হওয়ায় দেশের বাইরেও পরিচিতি তৈরি হয় ফারিণের। এরপরই প্রস্তাব আসে চলচ্চিত্রে অভিনয়ের। সেটাও পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অতনু ঘোষের কাছ থেকে। টানা তিন সপ্তাহ যুক্তরাজ্যে চলেছে ‘আরও এক পৃথিবী’ নামের সিনেমাটির শুটিং। ফারিণ বলেন, ‘সেন্ট্রাল লন্ডনসহ প্রায় ৩৭টি লোকেশনে কাজ করেছি। শুটিং করতে করতে পুরো লন্ডনই প্রায় দেখা হয়ে গেছে।’

তাসনিয়া ফারিণআরও এক পৃথিবী সিনেমায় ফারিণের চরিত্রের নাম ‘প্রতীক্ষা’। সিনেমায় দেখা যাবে, ফারিণের মতোই প্রথমবার লন্ডনে যায় প্রতীক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত