Ajker Patrika

মাদ্রাসার জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
মাদ্রাসার জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মঙ্গলেরহাট গ্রামে পুটিখালী ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসার জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সুলতান আহম্মেদের ছেলে তাওহিদ শেখের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসার প্রিন্সিপাল ও ম্যানেজিং কমিটির নোটিশ অমান্য করে দোকানটি নির্মাণ করা হয়েছে। এমনকি মাদ্রাসা কর্তৃপক্ষ অবৈধ দোকানটি সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তাওহিদ আহমেদ তা করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক অভিভাবক এ বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল আকরাম হোসেন শেখ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী দোকান মালিককে তাঁর নির্মিত দোকানটি সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। ম্যানেজিং কমিটি এবং অভিভাবক সদস্যদেরও জানানো হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল আরও বলেন, ‘মাদ্রাসার জমি দাতারা যে পরিমাণ জমি আমাদের জন্য রেজিস্ট্রি করে দিয়েছেন, দোকানটি সে জমির মধ্যে করা হয়েছে। ওই জায়গা যে মাদ্রাসার তার প্রমাণ আমাদের কাছে আছে।’

মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মো. আবুল বাশার বলেন, ‘সাত-আট মাস আগে তাওহীদ অবৈধভাবে ওই দোকানটি নির্মাণ করেন। নির্মাণের সময় আমি বাঁধা দিলেও তিনি তা মানেননি।

তৎকালীন ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি প্রভাষক গাজী ইকবাল হোসেন বলেন, ‘দোকান নির্মাণের সময় আমাদের ম্যানেজিং কমিটি তাৎক্ষণিক সভা করে দোকান মালিককে এ জায়গায় দোকান নির্মাণ করতে নিষেধ করে। কিন্তু স্থানীয় কিছু বিষয়ে কোনো বাঁধাই কাজে আসেনি।’

দোকান মালিক তাওহিদ শেখ বলেন, ‘আমি মাদ্রাসার জমিতে দোকান নির্মাণ করিনি। এটা আমার পৈতৃক জায়গা।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না। বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত