Ajker Patrika

বারহাট্টায় ভেঙে পড়ল মডেল মসজিদের বিম

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৪
বারহাট্টায় ভেঙে পড়ল   মডেল মসজিদের বিম

নেত্রকোনার বারহাট্টায় প্রায় সাড়ে ১২শ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদের একটি ‘গ্রেট বিম’ ভেঙে পড়েছে। গত রোববার রাতে ‘গ্রেট বিম’ ভেঙে পরে। এ ঘটনায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।  তদারকির ঘাটতি, অপর্যাপ্ত ও নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং রডের যথাযথ বাঁধাই না হওয়ায় মসজিদটি নির্মাণের মাঝপথেই এই ত্রুটি ধরা পড়ে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সরকার ২০১৮ সালে দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এসব মসজিদ হবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাসহ অনেক কিছু।

উপজেলা পর্যায়ের তিনতলা বিশিষ্ট মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয় ১২ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকা। বারহাট্টা-আটপাড়া সড়কের কোর্ট ভবন এলাকায় বারহাট্টা উপজেলা মডেল মসজিদটি নির্মিত হচ্ছে। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্টার লাইট সার্ভিসেস লিমিটেড এবং মেসার্স নায়মা এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৯ সালের ২৩ এপ্রিল মসজিদটি নির্মাণের দায়িত্ব পায়। বর্তমানে মেসার্স নায়মা এন্টারপ্রাইজকেই সাইটে পাওয়া যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন বলেন, প্রকল্পের প্ল্যান-এস্টিমেট অনুয়ায়ী কাজ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম বলেন, এ মসজিদটির নির্মাণকাজে ক্রটির ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান বলেন, পরিকল্পনা ও নির্মাণকাজে ত্রুটি ধরা পড়ায় ওই গ্রেট বিমটিকে ভেঙে ফেলতে বলেছি।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত