Ajker Patrika
সাক্ষাৎকার

শীতলক্ষ্যা বাঁচানো অগ্রাধিকার: আখতারুজ্জামান

Thumbnail Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে সংসদ সদস্য হন স্বতন্ত্র প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও জিএস বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান। নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে হারিয়ে জয়লাভ করেন তিনি। এর আগে ১৯৯৬ সালের নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আখতারুজ্জামান। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনী আসনের বিভিন্ন সমস্যা ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।

কেন্দ্রীয় আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও গত নির্বাচনের আগে দল থেকে মোট চার দফায় মনোনয়ন চেয়েও পাননি তিনি। এ অবস্থায় উপজেলায় কাজ করতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আক্তারুজ্জামান বলেন, ‘আমি মনে করি নৌকার প্রার্থী এবং নৌকার প্রতি আমার নিজের সম্মান রয়েছে। নির্বাচনের আগে ছোটখাটো দু-একটা এদিক-সেদিক কথাবার্তা হয়ে গেলেও কালীগঞ্জ শান্তিপূর্ণভাবে চলছে।

সাবেক সংসদ সদস্য কয়েক দিন আগে কালীগঞ্জে ঘুরে গেলেন, মিটিং করলেন কোনো বাধা-বিপত্তি হয়নি। সামনের দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, যাতে আমাদের মধ্যে বিরোধ না থাকে। মানুষের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর তালিকা করে সমাধানে কাজ করব। এলাকার উন্নয়নে বরাদ্দের পরিমাণ যেন বাড়ানো যায়, সে চেষ্টা করব।’ 

বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে শীতলক্ষ্যা নদীতীরকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে ওই প্রতিষ্ঠানগুলো নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে। কলকারখানার বর্জ্যে দূষিত হচ্ছে শীতলক্ষ্যা, জলজপ্রাণী পড়েছে হুমকির মুখে। এ বিষয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে আক্তারুজ্জামান বলেন, ‘এ বিষয়ে ইউএনও ও এসি ল্যান্ডের সঙ্গে কথা বলব। গত ১৫ বছরে এসব বিষয়ে সাবেক সংসদ সদস্য কী পদক্ষেপ নিয়েছেন, তা জানার পর ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত