Ajker Patrika

সাতক্ষীরায় বিনা মূল্যে বীজ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৯: ০৭
সাতক্ষীরায়  বিনা মূল্যে বীজ

সাতক্ষীরার উপকূলীয় লবণাক্ত এলাকার কৃষকদের মধ্যে বিনা মূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এসএসিপি প্রকল্পের অর্থায়নে ও কৃষি গবেষণা কেন্দ্র বারি বিনেরপোতা সাতক্ষীরার বাস্তবায়নে বীজ দেওয়া হয়।

শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের যাদবপুর গ্রামের ৪০ জন ও কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ১০ জন, মোট ৫০ জন কৃষক ৮ কেজি করে খেসারি ডাল ও সূর্য মুখী বীজ পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রে বারি বিনেরপোতা সাতক্ষীরা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন ইনচার্জ ড. মো. আরিফুর রহমান, বৈজ্ঞানিক সহকারী আব্দুর সামাদ, কৃষক আজিজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত